নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও দিলীপ কুমার আগরওয়ালার সৌজন্যে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার ২০০টি বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের গোকুলখালী বাজারে অবস্থিত ডা. আফসার উদ্দিন কলেজে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। আলমগীর কবির শিপলুর পরিচালনায় কলেজের অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিমের সভাপতিত্বে এসব সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওই কলেজের সভাপতি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জিল্লুর রহমান বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করছে আওয়ামী লীগ সরকার। তারই অংশ হিসেবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও স্থানীয় ক্লাবগুলোর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালা। সেই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন স্কুলে স্কুলে ও ক্লাবে ক্লাবে এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে। দিলীপ কুমার আগরওয়ালা স্কুল, মাদ্রাসা ও কলেজে ক্রীড়া সামগ্রী বিতরণের যে উদ্যোগ নিয়েছেন সত্যিই তা প্রশংসার দাবি রাখে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোকুলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ শাহাবুল হক, নতিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম ও কলাবাড়ি রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক কুদরত-এ খোদা, মারুফ হোসেন, আলমগীর হোসেন ও মনিরুল ইসলাম প্রমুখ।