নিজস্ব প্রতিবেদক:
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি এর ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সাইন্স এন্ড প্রোগ্রামিং এর আয়োজনে এন ডাব্লিউ ইউ সিএসই ফেস্টিভাল-২০২৩ পাওয়ার্ড বাই অল্টারআইটি এর উদ্বোধন করা হয়েছে। গত ৬ থেকে ৮ নভেম্বর ৩ দিন ব্যাপি এই অনুষ্ঠানে প্রায়োগিক জ্ঞান, সাংস্কৃতিক আদর্শ এবং নতুন প্রযুক্তির জগতে উদ্দেশ্য সাধনের জন্য শিক্ষার্থীরা একত্রিত হয়েছিলো। কম্পিাউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিভাগের সকল উদ্ভাবনশীল মানুষদের একত্রিত করাই ছিলো তাদের মূল লক্ষ্য। যেখানে সবাই নতুন আবিষ্কার, প্রযুক্তি এবং প্রজ্ঞা নিয়ে আলোচনা করে। উদ্বোধনে অতিথী হিসেবে উপস্থিত থেকে শন্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নওশের আলী মড়ল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর তবিবুর রহমান, প্রক্টর ইনজামাম হুসাইন, ডাইরেক্টর ফান্যইন্স এন্ড একাউন্টস রেজাউল রশিদ। এছাড়াও ছিলেন হেড অফ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মেহেদী হাসান। এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কম্পিউটার ক্লাবের উপদেষ্টা এম রাইহান, প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, সজিব চ্যাটার্জি, প্রফেসর ড. অনুপম কুমার বৈরাগী বিচারক হিসেবে থাকবেন। কুয়েট, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনিভার্সিটি অফ বরিশাল, কুমিল্লা ইউনিভার্সিটি, রুয়েট, এআইইউবি, ইসলামিক ইউনিভার্সিটি, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, ইমপেরিয়াল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, আইউবি, খুলনা ইউনিভার্সিটি, শেখ হাসিনা ইউনিভার্সিটি নেত্রকোনা, বিইউবিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যাক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আয়োজকরা জনিয়েছেন, শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য ছিল ১ লক্ষ টাকার প্রাইজ পুল আছে। এই কার্যক্রমগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন প্রোগ্রামিং স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে।