নিজস্ব প্রতিবেদক:
বিএনপি-জামায়াতের ৪৮ ঘন্টার অবরোধ প্রতিহত করতে চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের অবস্থান কর্মসূচী ও আলমডাঙ্গায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালার নির্দেশনায় আলমডাঙ্গায় অবস্থান কর্মসূচি ও চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের নৈরাজ্য অগ্নিসন্ত্রাস এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত চুয়াডাঙ্গায় ও আলমডাঙ্গায় এসব কর্মসূচি পালিত হয়। এছাড়া রেল স্টেশন বাজার, হাইরোড, চারতলা মোড়সহ পুরো আলমডাঙ্গা শহরজুড়ে পাঁচশতাধিক মোটরসাইকেল নিয়ে বিএনপি-জামায়াতের দেওয়া অবরোধের বিরুদ্ধে নানা স্লোগান দিতে দিতে মহড়া দেয় দিলীপ কুমার আগরওয়ালার এসব নেতাকর্মীরা।
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য ও সাবেক জেলা পরিষদ সদস্য তপন কুমার বিশ্বাস ও আলমডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল পারভেজ রাজুর পরিচালনায় কর্মসূচিগুলোতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন টাইগার, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী রবিউল হক ও চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু, শংকরচন্দ্র ইউপির সদস্য আফিল উদ্দিন, রহিদুল হক ইলা মেম্বর, জনি মেম্বর ও আলমগীর কবির শিপলু প্রমুখ।
এছাড়া অতিথি হিসেবে বক্তব্য দেন বেলগাছী ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল হক, আইলহাস ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিশর আলী, ডাউকি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রবিউল হক, জামজামী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, ডাউকি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাঈদ মেম্বার ও বায়তুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং দিলীপ কুমার আগরওয়ালার নির্দেশনা মোতাবেক বিএনপি-জামাতকে রাজপথে মোকাবিলা করবো। আমরা জামায়াত বিএনপির নৈরাজ্য অগ্নিসন্ত্রাস এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে রাজপথে ছিলাম এবং আছি। বিএনপি-জামায়াতের দেওয়া অবৈধ অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে। আমরা ৪৮ ঘন্টায় রাজপথ পাহারা দিয়েছি যাতে করে তারা যেন অগ্নিসন্ত্রাস না করতে পারে। ভবিষ্যতেও দিলীপ কুমার আগরওয়ালার নেতৃত্বে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় বিএনপি-জামায়াতকে প্রতিহত করা হবে।
অপরদিকেঃ
বিএনপি জামাতের ডাকা অবরোধের বিরুদ্ধে অবস্থান কর্মসূচী ও মোটরসাইকেল শোডাউন করেছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ও জেলা ছাত্রলীগ। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজের নেতৃত্বে গতকাল সোমবার সকাল ৮টা থেকে দিনব্যাপী চুয়াডাঙ্গা শহরের শহীদ হাচান চত্বর, কেদারগঞ্জ নতুন বাজার, হাটকালুগঞ্জ ভিমরুল্লা,সাতগাড়ি করিমন স্টান্ডসহ বিভিন্ন মোড়ে মোড়ে স্বেচ্ছাসেবক লীগের কর্মী ও কোর্ট মোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। বেলা ১২টায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে একটি বিশাল মোটরসাইকেল বহর চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়কে শোডাউন শেষে চৌরাস্তার মোড় শহীদ হাসান চত্ত্বরে এসে শেষ হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য,আব্দুর রাজ্জাক, আতিউর রহমান বিপ্লব, মামুন উল হাসান, ইমরান আহাম্মেদ বিপ্লব, আবু তাহের,আসাদুজ্জামান সবুজ,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জানিফ,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানা,সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ মাফিজুর রহমান মাফি, সদর স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান আহাম্মেদ, আলমগীর মেম্বার, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ইলিয়াস হোসেন, আকাশ, ইমরান শেখ উজ্জ্বল, শিমুল লস্কর,শাওন, কুতুবপুর ইউনিয়ন সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, গড়াইটুপি ইউনিয়ন সভাপতি আতিয়ার রহমান, শংকচন্দ্র ইউনিয়ন সভাপতি মানিক সিকদার,নিহালপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, তিতুদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আলামিন, ১ নং ওয়ার্ড সভাপতি ওয়াশিম মিয়া,সাধারণ সম্পাদক মামুন খন্দকার,২ নং ওয়ার্ড সভাপতি ফারুক হোসেন, ৩ নং ওয়ার্ড সভাপতি নাজমুল সাধারণ সম্পাদক টোকন, সাবেক জেলা ছাত্রলীগের সদস্য, পৌর সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক সজল,পাপন হাসান সবুজ,টুটুল,তন্ময়, জয়,ফয়সাল, হিমেল,আল মামুন, রাইসুল, সাব্বির, স্বাধীন, রাতুল, জুয়েল, প্রেম প্রমুখ।