হিজলগাড়ী প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দর্শনা থানা শাখার আয়োজনে ২৮তম হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় দর্শনা আনোয়ারপুর হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দর্শনা থানা শাখায় প্রায় ১৫ টি মাদ্রাসার ১০০ জন শিক্ষার্থী পবিত্র কোরআন তেলওয়াত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বহুমুখী কওমি মাদ্রাসা থেকে ১৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ১৩ জন থানা পর্যায় উত্তীর্ণ হয়ে আগামী ১৪নভেম্বর জেলা প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। পবিত্র কোরআন তেলওয়াত প্রতিযোগিতায় ৪ টি গ্রুপে নিয়ে প্রতি গ্রুপ থেকে ৭ জন করে বিজয়ী প্রতিযোগীর মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিজয়ী শিক্ষার্থী হলো-সিয়াম আহমেদ, জুবায়ের হোসেন, আসিব, তৌফিক আহমেদ, মনিরুল ইসলাম, রাকিবুল ইসলাম, সিয়াম, আহমদ, মোবারক হোসেন, ইমদাদুল, হাবিবুল্লাহ ও তানভীর।
পবিত্র কোরআন তেলওয়াত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা আবদুল খালেক এবং বিশেষ অতিথি ছিলেন দর্শনা বাস- ট্রাক মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন। এছাড়াও স্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ জুবায়ের বিন আবদুল খালেক ও হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ।