নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জেলা যুবলীগের আয়োজনে বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। গতকাল রবিবার সকালে শোডাউনের পূর্বে যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মোটরসাইকেল শোডাউন নিয়ে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কার্যালয়ে সামনে জড়ো হতে শুরু করে।
পরে জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় নঈম হাসান জোয়ার্দ্দারে নির্দেশনায় নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবরোধে নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবুবক্কর সিদ্দিক আরিফ, যুবলীগ নেতা পীরু মিয়া, শেখ শাহী, বিপুল জোয়ার্দ্দার, টিটু, টোটো, জুয়েল জোয়ার্দ্দার, ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, দিপু বিশ্বাস, তানভীর রেজা টুটুল, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিউল শেখ সুইট, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শেখ রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালিদ মন্ডল, চুয়াডাঙ্গা পৌর ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মিঠু, সহ-সভাপতি জুয়েল, ৭নং যুবলীগের সভাপতি আসাদুর রহমান আসাদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আলতাব, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বিপ্লব হোসেন। আরো উপস্থিত ছিলেন মহসিন হক রনি, জাকির, সুমন, আশা, রাসেল, আরিফ, বাবু, তারিক, সোহাগ, নোমান, টিপু , মোনাজাত, রিংকু, টিপু, কবির, লিপ্টন, হাসান, সজীব, আবুল্লা, তিব্বত, নুরু, আবুল, জনি, রফি, তন্ময়, জনি, সিকদার, সাব্বির, জিতু, জনি, সোহাগ, জিনারুল, বিপ্লব, শাহিন, লালটু, বাচ্চু, জাহিদ, সাকের, আরাফাত, রসূল, রতন, রজত, রনি, ইমরান, নয়ন, অমিত, সান, রকি, ইমন, পারভেজ, সিফাত, মাহফুজ, রাজা, রানা, আবির, শিশির, রাজন, মিলন, টিটন, আলো, রনি, জনি, বিপ্লব, আমান, রুবেল, ফাহাদ, বাবুল, নয়ন, সোহেল, তুষার, সোহান, আলামিন, ইয়াসিন, রবিন, নয়ন, নাঈম, শাকিল, ইমরান, কাফি, শাকিব, তানজিল, আতাউর রহমান বিপুল, মিশা, আলী, ছাত্রলীগ নেতা ইমাদ ওয়াসিম, শাকিল, সাব্বির, জিম, আরিন, জুয়েল, সবুজ, কবির, শরিফুল, হৃদয়, শরিফ, রুবেল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।