নিজস্ব প্রতিবেদক:
‘বঙ্গবন্ধুর ভাবনা , সংবিধানের বর্ণনা’ এ শ্লোগানে চুয়াডাঙ্গায় জাতীয় সংবিধান দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সংবিধান দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম সঞ্চালনা করেন। সভায় জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) প্রকৌশলী রিয়াজুল ইসলাম, অধ্যাপক সিদ্দিকুর রহমান ও দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের মধ্যে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী জারিন তাবাসসুম ও ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ হাসনাত বক্তব্য রাখেন। এসময় রচনা ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।
আলোচনা সভায় জাতীয় সংবিধানের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী কমিশনার নাঈমা জাহান সুমাইয়া। তিনি জানান, জাতীয় সংবিধান রচনায় ৩৪ জন সদস্য অংশগ্রহন করেন। এদের মধ্যে একজন নারী সদস্য ছিলেন। ড. কামাল হোসেন ছিলেন আহবায়ক। ১৯৭২ সালের ৪ নভেম্বর সংবিধান গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর কার্যকর হয়। সংবিধান রচনায় ১৪ হাজার টাকা ব্যয় হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কোর্ট জামে মসজিদের ইমাম কারী কবির আহম্মেদ ও গীতা পাঠ করেন সুনীল মল্লিক। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহসিন আলী, মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, পবিত্র সংবিধানের বাইরে কিছু নেই। আজকের এইদিনে সংবিধান গৃহীত হয়েছিল। সংবিধানকে জানতে হবে। ইতিহাসকে জানতে হলে সংবিধান জানতে হবে। আমাদের সংবিধান পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান। যারা পুরস্কার পেয়েছো এবং যারা পায়নি তাদের সকলের জন্য শুভকামনা রইল ।
দামুড়হুদা অফিস জানায়ঃ
দামুড়হুদায় জাতীয় সংবিধান দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১২ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে সংবিধান দিবস অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, দামুড়হুদা মডেল মসজিদের পেশ ঈমান হাফেজ মা মামুনুর রশীদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।