সরোজগঞ্জ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলা সরোজগঞ্জ বাজার থেকে ১৬৮ বোতল ফেনসিডিল ও মিনি পিকআপ সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে তিতুদহ পুলিশ ফাড়ি ও সরোজগঞ্জ ক্যাম্পের পুলিশ সদস্যরা। গতকাল শনিবার সকাল ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো জীবননগর উপজেলার কেটিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আজাদ (৪৫) ও একই গ্রামের জামাত আলীর ছেলে ফিরোজ আলী (২২)।
পুলিশ জানায়, গতকাল শনিবার সকালে তিতুদহ পুলিশ ফাড়ি ও সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে একটি মিনি পিক-আপ গাড়ি নং ঢাকা মেট্রো- ন ২১-৩৬৭৯ আটক করে। পরে পিক-আপ তল্লাশি করে একটি কাঠের গুড়ার বস্তার ভেতর থেকে ১৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
সরোজগঞ্জ ক্যাম্পের পুলিশের উপ-পরিদর্শক হারুন উর রশিদ জানান, আমরা খবর পায় তিতুদহ ক্যাম্প পুলিশের কাছে থেকে খবর পাই যে একটি পিক-আপে অবৈধ মাল নিয়ে দ্রুত গতিতে সরোজগঞ্জের দিকে যাচ্ছে। আমরা পুলিশ সদস্য নিয়ে সরোজগঞ্জ কালুপোল রোডে এ্যানিম্যানি ফার্মেসীর সামনে থেকে মিনি পিক-আপ আটক করি। আটকের পরে গাড়ি তল্লাশি করে কাঠের গুড়া বস্তার ভেতর থেকে ১৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করি ও সেই সাথে গাড়ির ড্রাইভার ও হেলপারকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় সর্পদ করি। অভিযানে সহযোগিতায় ছিলেন তিতুদহ ক্যাম্পের ইনচার্জ উত্তম কুমার ও সরোজগঞ্জ ক্যাম্পের এ এস অরিদুল ইসলাম।