নিজস্ব প্রতিবেদক:
জামায়াত বিএনপির নৈরাজ্য অগ্নিসন্ত্রাস এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদসহ আজ থেকে শুরু হওয়া বিএনপি-জামায়াতের ঘোষিত ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রতিবাদে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালার নির্দেশনায় গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গার টকিজ সিনেমা হলে দিলীপ কুমার আগরওয়ালার দলীয় অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আলমডাঙ্গা উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু। প্রতিবাদ সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সদস্য তপন কুমার বিশ্বাস। আলমডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল পারভেজ রাজুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা যুবলীগের সদস্য জুয়েল রানা সনি, ডাউকি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, নাগদাহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিশর আলী, যুবলীগ নেতা সোহানুর রহমান, স্বপন মজুমদার, সাইদ হাসান, রাজু আহমেদ, সামাদ আলী, তোফাজ্জল হোসেন, রাজু আহমেদ, হাসিবুল ইসলাম, আবু সাঈদ, রবিউল ইসলাম, জামিরুল ইসলাম, উম্বাদ আলী, আল আমিন ও সবুজ আহমেদ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং দিলীপ কুমার আগরওয়ালা নির্দেশনা মোতাবেক বিএনপি-জামাতকে রাজপথে মোকাবিলা করবো। আমরা জামায়াত বিএনপির নৈরাজ্য অগ্নিসন্ত্রাস এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে রাজপথে ছিলাম এবং আছি।