নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় বড়বাজার আলী হোসেন সুপার মার্কেটের তৃতীয় তলায় বাস-মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাড. তালিম হোসেন। নবনির্বাচিত কমিটির সভাপতি পদে রয়েল এক্সপ্রেসের মালিক সালাহ উদ্দীন এবং কেজিএন পরিবহনের মালিক হাজী আবুল কালাম সাধারণ সম্পাদক পদে পুন:নির্বাচিত হয়েছেন। এছাড়া, সিনিয়র সহ-সভাপতি পদে আবু বক্কর ছিদ্দিক এবং সহ-সভাপতি পদে আরশাদ উদ্দীন চন্দন নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে বদর উদ্দীন খান, সংগঠনিক সম্পাদক পদে আমীর খসরু, কোষাধ্যক্ষ পদে হাজী আমিনুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে ওয়ালিউর রহমান পাভেল, লাল মিয়া, আজাদ রহমান টিপু ও মিন্টু রহমান নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির অন্য দু’জন সদস্য হলেন, অ্যাড. তৌসিফ হোসেন এবং অ্যাড. শামীম ইকবাল সুমন। চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের নবনির্বাচিত সভাপতি সালাহ উদ্দীন ও সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম বলেন, নির্বাচিত কমিটি বাস মালিকদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহন করবে। এব্যাপারে বাস মালিক ও শ্রমিক সংগঠনের সদস্যরা সকলেই সহযোগিতা করবেন বলে আশা করছি।
চুয়াডাঙ্গা বাস-মিনিবাস মালিক গ্রুপের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাড. তালিম হোসেন বলেন, নির্বাচনে প্রতিটি পদে একের অধিক প্রার্থী না থাকায় ১১ জন প্রার্থী সকলকেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে।
প্রসঙ্গত : চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনের তফশিল (২০২৩-২০২৫) গত ২০ আগষ্ট ঘোষনা করা হয়।