দামুড়হুদা অফিস:
দামুড়হুদায় ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। “সমবায় গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে দিবসটি অনুষ্ঠিত হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, হাউলী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন সহ উপজেলার সমবায় সমিতির বিভিন্ন ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, সুধী সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সমবায় কর্মকর্তা হারুন আর রশিদ।
সমবায় দিবস উপলক্ষে বক্তারা বলেন, সমবায়ীরা দেশের কৃষি, মৎস্য চাষ, পশু পালন, দুগ্ধ উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ, পরিবহণ, ক্ষুদ্র ব্যবসা, আবাসন, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে। সরকার স্থানীয় চাহিদা অনুযায়ী নিবিড় পেশাভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ সুবিধা, প্রযুক্তিগত ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সমবায়ীদের দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধি করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল একটি সুখী-সমৃদ্ধ-স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। সমবায় ছিল তার সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের হাতিয়ার, সমবায়ী এবং সমবায়-সংশ্লিষ্ট সবার ঐকান্তিক প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। উপস্থিত সবাই জাতীয় সমবায় দিবস-২০২৩ উপলক্ষ্যে সব কর্মসূচির সাফল্য কামনা করেন। এসময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কোটচাঁদপুর প্রতিবেদক জানায়:
“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য ৫২ তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে অস্থায়ী মঞ্চে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানে শুভ সুচনা করা হয়। পরে উপজেলা অফির্সাস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, উপজেলা সমবায় অফিসার জান্নাত-আরা পারভীন (হিরা), মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, পল্লী সঞ্চয় কর্মকর্তা চম্পা অধিকারী, কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ, সমবায় কার্যালয় সহকারী পরিদর্শক তহমিনা আক্তার, সহকারী পরিদর্শক হারুন-উর রশিদ, প্রত্যাশা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড সভাপতি আব্দুল সোবহান জনি, শাপলা সঞ্চয় ঋণদান সমবায় সমিতির সভাপতি রমজান আলী, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাশার, সাংবাদিক বাবলু মিয়া, আবুল হাসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা। সে সময় বক্তারা সমবায় সমিতি সম্পৃক্ত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এ সময় বিভিন্ন সমবায় সমিতির সদস্য সহ উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
্আমাদের আলমডাঙ্গা অফিস জানায়ঃ
‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গায় ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ পালন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে পরিষদের হল রুমে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। এসময় তিনি বলেন, আজকের সমবায় আগামী দিনের ভবিষ্যৎ। ডিজিটাল বাংলাদেশ গড়তে সমবায়ের বিকল্প নেই। সমবায় গণমানুষের অর্থনেতিক দিক উন্নয়ন করছে। সমবায় এগিয়ে নিতে হলে সবাইকে পাশে থাকতে হবে। সবাই একজোট হয়ে সমবায় কে এগিয়ে নিয়ে যেতে হবে। সমবায় একটি গুরুত্বপূর্ণ দিক। সমবায় মানুষের গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে। বিশেষ করে প্রান্তিক মানুষের একটি অংশ সমবায় ব্যাংক। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে সমবায়ের জন্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারি অধ্যাপক ড. মাহবুব আলম, ইউআরসির ইন্সটেক্টর জামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারি মেডিকেল অফিসার ডা. মনজুরুল হক বেলু, মেহেরপুর পল্লি বিদ্যুৎ সমিতির সাবেক এলাকা পরিচালক গোলাম রসূল, উপজেলা শিক্ষক কর্মচারী সমিতি (কালব)র সভাপকি বিপ্লব হোসেন মাস্টার, ঐশি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক এইচএম মোয়াজ্জেম, বিশ্বাস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির রানা আহমেদ লাবলু, এরশাদপুর তন্তবায় সমবায় সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, ফরিদপুর তন্তবায় সমবায় সমিতির সভাপতি এসএম গোলাম সরোয়ার শামিম, উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক সরদার মাসুদ রানা প্রমুখ।