নিজস্ব প্রতিবেদক:
‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে জেলা সমবায় অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
এদিকে জেলা সমবায় কার্যালয় চত্বরে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও সমবায় বিভাগ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মূলমন্ত্র সমবায়ভিত্তিক সমাজ গঠন। উন্নত দেশগুলো সমবায় পদ্ধতি অনুসরণ করে উন্নতি লাভ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে গণমুখী আন্দোলনে পরিণত করার ডাক দিয়েছিলেন। এছাড়া জাতির পিতা দ্বিতীয় বিপ্লবের ডাক দেন। বঙ্গবন্ধু ভূমি ব্যবস্থাপনাকে সংস্কার করেন এবং ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর সমবায়কে গুরুত্ব দিয়ে আসছেন। বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে কাজ করছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ। সমবায় ছিল তার সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের হাতিয়ার। সমবায়ী এবং সমবায় সংশ্লিষ্ট সবার ঐকান্তিক প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ পরিণত করতে হলে কৃষি, শিল্প ও সেবাসহ প্রতিটি ক্ষেত্রে সমবায় গড়া অপরিহার্য।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য শিরিন নাঈম পুনম, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম প্রমুখ।
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুলের সহকারী শিক্ষক নুসরাত জাহান করবীর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় অফিসার কাজী বাবুল হোসেন। সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদি মিলি। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ক্রেস্ট প্রদান ও বিভিন্ন এলাকার সমবাীয়দের মধ্যে চেক বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সমবায় অফিসার আব্দুল আওয়াল, উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক আবু হাসেম, সহকারী পরিদর্শক বুলবুল আহমেদ, অফিস সহকারী পারভেজ আলীসহ সমবায়ীবৃন্দ।