নিজস্ব প্রতিবেদক:
জেলহত্যা দিবস উপলক্ষে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী চুয়াডাঙ্গা জেলা মহিলা যুবলীগের সভাপতি আফরোজা পারভীনের জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরের মুক্ত মঞ্চে এই জনসভা অনুষ্ঠিত হয়। জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্না খাতুন চিনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আফরোজা পারভীন গতকাল শুক্রবার জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হলে আবারও নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। বাংলাদেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে উপস্থিত মহিলা যুবলীগের সকল নেতাকর্মীদের প্রতি নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। এর আগে চুয়াডাঙ্গা জেলা যুবমহিলা লীগের কার্যালয়ে থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বড় বাজার শহীদ হাসান চত্ত্বরে এসে শেষ হয়। এতে জেলার কয়েকশ মহিলা যুবলীগের নেতাকর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, বিরঙ্গনা মুক্তিযোদ্ধা মোমেনা খাতুন, চুয়াডাঙ্গা সদর উপজেলা মহিলা যুবলীগের সভাপতি পারুলা খাতুন, দামুড়হুদা মহিলা যুবলীগের সভাপতি সাহেদা খাতুন, আলমডাঙ্গা মহিলা যুবলীগের সভাপতি মনিরা খাতুন, জীবননগর মহিলা যুবলীগের সভাপতি কোহিনূর খাতুন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুব মহিলালীগের সকল নেতাকর্মীবৃন্দ।