নিজস্ব প্রতিবেদক:
ইতিহাসের কলঙ্কময় জেলা হত্যা দিবস। বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্দ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালনের নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ। জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন এবং দলীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন জেলা আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। সকাল সোয়া ৭টায় জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এবং বাদ মাগরিব চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক দপ্তর সম্পাদক এ্যাড. আবু তালেব বিশ্বাস, সাবেক আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন আহমেদ চন্দন, সাবেক নির্বাহী সদস্য এ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ০৯টি ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন মন্ডল, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুর রহমান চন্দন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিণি ইসলাম, জেলা যুব লীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, শেখ সেলিম, টুটুল, মিন্টু, মন্টা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম ও সাহাবুল হোসেন, পৌর ছাত্রলীগ নেতা এমদাদুল হক আকাশ সহ অঙ্গ সহাযোগী সংগঠনের নেতাকর্মিবৃন্দ।