নিজস্ব প্রতিবেদক:
বিএনপি জামায়াতের ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির বিরুদ্ধে সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা যুবলীগ ও আলমডাঙ্গা যুবলীগের নেতাকর্মিরা। গতকাল বৃহস্পতিবার দিনভর শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় নেতাকর্মীরা। এর আগেও দুদিন ধরে তারা শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচি পালন করে।
এ সমাবেশের নেতৃত্ব দেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। সমাবেশে তিনি বলেন, বিএনপি-জামায়াত যেখানে অবরোধ হরতাল কর্মসূচী দিবে, সেখানেই যুবলীগের নেতাকর্মীরা সমাবেশ করবে। আওয়ামী লীগের উন্নয়নে তারা ঈর্ষান্বিত হয়ে ধ্বংসাত্মক কর্মসূচি দিচ্ছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে দেশ বিরোধী যেকোন কর্মসূচি প্রতিরোধ করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজদুল ইসলাম লাভলু, আজাদ আলী, আবু বক্কর সিদ্দিক আরিফ, যুবলীগ নেতা শেখ শাহী, জুয়েল জোয়ার্দ্দার, ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, দিপু বিশ্বাস, তানভীর রেজা টুটুল, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিউল শেখ সুইট, জেলা ছাত্রলীগের সার্বিক সদস্য খালিদ মন্ডল, চুয়াডাঙ্গা পৌর ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মিঠু, সহ-সভাপতি জুয়েল, ৭ নং যুবলীগের সভাপতি আসাদুর রহমান আসাদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আলতাব, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম, আর আরো উপস্থিত ছিলেন সুমন, রুবেল, বক্কর, আশা, রাসেল, আরিফ, বাবু, তারিক, সোহাগ, নোমান, রিংকু, টিপু, কবির, লিপ্টন, হাসান, সজীব, আবুল্লা, তিব্বত, আবুল, জনি, রফি, তন্ময়, জনি, সিকদার, সাব্বির, জিতু, জিনারুল, বিপ্লব, শাহিন, লালটু, বাচ্চু, জাহিদ, সাকের, আরাফাত, রসূল, রতন, রজত, রনি, ইমরান,নয়ন,অমিত, সান, রকি, ইমন, পারভেজ, সিফাত, মাহফুজ, রাজা, রানা, আবির, শিশির, রাজন, মিলন , টিটন, আলো, রনি ,জনি ,বিপ্লব, সোহেল, তুষার, সোহান, আলামিন , ইয়াসিন, রবিন, নয়ন, নাঈম, শাকিল, ইমরান, কাফি, শাকিব, তানজিল, মিশা, আলী, ছাত্রলীগ নেতা ইমাদ ওয়াসিম, শাকিল, সাব্বির, জিম, আরিন, জুয়েল, সবুজ, কবির, শরিফুল, হৃদয়, শরিফ, রুবেলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আমাদের আলমডাঙ্গা অফিস জানিয়েছেঃ
“হরতাল অবরোধ ডাকে যারা, দেশের শত্রু তারা” দেশ বিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতের পুলিশ হত্যা, জঙ্গিবাদ, নৈরাজ্য, ষড়যন্ত্র, অগ্নি সন্ত্রাস ও অবরোধের বিরুদ্ধে আলমডাঙ্গায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ষ্টেশন রোডে যুবলীগের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পৌর যুবলীগের আহবায়ক আসাদুল হক ডিটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও খাসকররা ইউপি চেয়ারম্যান তাফসীর আমহেদ মল্লিক লাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সদস্য মনিরুজ্জামান হিটু, আব্দুল্লাহ আল রনি জামজামি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও ইউপি সদস্য আবু মুছা, ডাউকি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, হাসান, ছমির, রনি, রাসেল, রকি, মেহেদি, ওয়াসিমসহ আলমডাঙ্গা পৌরসভার সকল ওয়ার্ড যুবলীগের নেতাকর্মি উপস্থিত ছিলেন।