মহেশপুর প্রতিবেদক:
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের সাতপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের যাতায়াতের রাস্তা দখল করে বসত ঘর নির্মাণের অভিযোগ উঠেছে একই গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুনের বিরুদ্ধে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার কাজিরবেড় ইউনিয়নের সাতপাড়া গ্রামে ১৯৮৮ সালে স্থাপিত হয় সাতপাড়া মডেল একাডেমি মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তা যে রাস্তাটি জেলা পরিষদের অর্থায়নে কিছুদিন আগে ইটের সলিং করা হয়। সেই রাস্তাটি গতকাল পহেলা নভেম্বর বিদ্যালয়ের পার্শ্ববর্তী আম্বিয়া খাতুন গং এর নেতৃত্বে রাস্তাটি জোরপূর্বক দখল করে তারা বসত ঘর নির্মাণ করছে বলে অভিযোগ তোলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, জোরপূর্বক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা দখল করে ঘর নির্মাণে বাধা দিতে গেলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের যাতায়াতের রাস্তায় বিভিন্ন সময় আম্বিয়া খাতুন বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে রাখে যার কারনে আমাদের যাতায়াতে খুব সমস্যা হয়। আমরা আজ বিদ্যালয়ে আসার সময় দেখি হঠাৎ করে আমাদের বিদ্যালয়ে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়ে বাড়িঘর নির্মাণ করছে। আমরা এর প্রতিকার চাই।