জুড়ানপুর প্রতিবেদক:
দামুড়হুদার দলকা লক্ষীপুরে মন্ডল ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ ও অসচ্ছল দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাভাতা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় লক্ষিপুর গ্রামে মন্ডল ফাউন্ডেশন কার্যালয়ে কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় মন্ডল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমেরিকান প্রবাসী ও বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল কাশেম ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হয়ে বিতরণ কার্যক্রমে অংশ নেন। এসময় ১২০ জন অসহায় ব্যক্তিকে ২ লাখ টাকা, গরীব মেধাবী ৬০ জন শিক্ষার্থীকে প্রতিমাসে ৫ হাজার দুইশত টাকা করে শিক্ষা ভাতার ব্যবস্থা, ১জন এতিমকে মাসে ৫ হাজার টাকা করে প্রদানের ব্যবস্থা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মন্ডল ফাউন্ডেশনের সহ-সভাপতি বজলুর রহমান বকুল, ক্যাশিয়ার ডাক্তার মুনতাজ আলী, সদস্য মোশতাক আহমেদ, সদস্য কবি আলমগীর কবীর সহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মন্ডল ফাউন্ডেশনের সহ-সভাপতি বজলুর রহমান বকুল বলেন, এলাকায় ফাউন্ডেশনের অর্থায়নে গরীব দুস্থ অসহায় ও ভূমিহীনদের জন্য সহযোগিতা চলমান রয়েছে। জীবিকা নির্বাহের জন্য রিকশা বিতরণ, মসজিদে অনুদান, রোগিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা সহ উপজেলার বিভিন্ন রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে। এসময় তিনি মন্ডল ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ আবুল কাশেমের জন্য বিশেষ দোয়া ও দীর্ঘায়ু কামনা করেছেন।