নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের আয়োজনে ইতিহাসের কলঙ্কময় জেলা হত্যা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ৭টার দিকে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। এছাড়া আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন আহমেদ চন্দন, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, সাবেক কার্য নির্বাহী সদস্য এ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সভাপতি আব্দুল মতিন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল হাসান বিট্টু ও সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুন্সি শাহাজামাল, ০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজনুল হক পঁচা, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহীবুল আলম লালু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন মন্ডল, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুর রহমান চন্দন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নুরুন্নাহার কাকলী, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিণি ইসলাম, জেলা যুব লীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, শেখ সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহাবুল হোসেন, ০২নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, মুছাব আলী, রমজান আলী, খাইরুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিবৃন্দ। সভায় জেলা হত্যা দিবস উপলক্ষে নিম্ন লিখিত কর্মসূচী পালনের সিন্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠান সূচী :-১.সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন। ২. সকাল সোয়া ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ০৪ নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ। ৩. বিকাল সাড়ে ৩ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।