নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশের নামে বিএনপি-জামায়াত কর্তৃক পুলিশ হত্যা, অগ্নিসংযোগ, সন্ত্রাস, নৈরাজ্য ও প্রধান বিচারপতির বাসভবন ভাংচুরের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার দুপুর ৩টার দিকে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও অ্যাড. মুহাঃ শামসুজ্জোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহম্মেদ চন্দন, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, সাবেক কার্যনির্বাহী সদস্য এ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সহ পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সকল ওয়ার্ড সভাপতি/সাধারণ সম্পাদকগণ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন মন্ডল, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তহিদুর রহমান চন্দন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদী মিলি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি নাবিলা রুকসানা ছন্দা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিণি ইসলাম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া সাহাব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক সোহরাব হোসেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শাহান, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, আব্দুর রশিদ, গালিব, শেখ সেলিম, টুটুল, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান নিপুল ও সাধারণ সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্-আল মামুন রতন, পদ্মবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম মন্ডল, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাবলুর রহমান (মেম্বার), নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ ও সাধারণ সম্পাদক রফিক ডাক্তার, জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি সাহাবুল হোসেন ও বাপ্পী আহমেদ, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন জোয়ার্দ্দার, সদর উপজেলা ছাত্রলীগ নেতা ইমদাদুল হক আকাশ, আরিফিন রামিম, দিপু মন্ডল, ইভন, সাকিব, সাগর, সিহাব, পৌর ছাত্রলীগ নেতা সিহাব রাজ, রিজন, সাবিব, রিয়াদ, অর্ত, রুপক, আরোজ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শান্তি সমাবেশে বক্তারা বলেন, বিএনপি দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে। তারা আবারও রাজনীতির নামে মানুষ হত্যার রাজনীতি শুরু করেছেন। তারা আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই দেশে অরাজকতা করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলার জন্য সবাইকে প্রস্তত থাকতে হবে।