নিজস্ব প্রতিবেদক:
‘শরীর ও মন সুস্থ্য রাখতে এবং, মানবিক হতে সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় কিশোর-কিশোরীদের নিয়ে ও সফট স্কীল প্রশিক্ষণ ও সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা আকন্দবাড়িয়া স্কুল মাঠ প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে কিশোর-কিশোরীদের নিয়ে একটা দক্ষতা বৃদ্ধি ও সফট স্কীল প্রশিক্ষণে কবিতা আবৃতি ও শুদ্ধ উচ্চারণ শিখানো হয়। কিশোর কিশোরীদের নিয়ে সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে জীবনমান দক্ষতা ও নৈতিকতা, খাদ্য ও পুষ্টি নিয়ে আলোচনা করা হয়। পরে কিশোর কিশোরীদের নেতৃত্ব বিকাশ সর্ম্পকে জানানো হয়। ইতিমধ্যে কিশোর কিশোরীদের চুয়াডাঙ্গা সদর গড়াইটুপি, বেগমপুর ও তিতুদাহ ইউনিয়ন এলাকায় এই রকম অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সদস্য ইলিয়াস হোসেন ও সাংবাদিক শেখ লিটন, আলুকদিয়া ইউনিয়নের পরিষদের ১, ২, ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার আছিয়া খাতুন ৪, ৬, ৩নং ওয়ার্ডের মেম্বার আনোয়ারা খাতুন ৭, ৮, ৯ নং ওয়ার্ডের মেম্বার জাহানারা পারভিন প্রমুখ।
সভার শেষ পর্বে এ সম্পর্কে আলোচনা করেন চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার কানিজ সুলতানা।