দর্শনা অফিস:
সারা দেশে আজ বিএনপির-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে দর্শনায় আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে দর্শনা পৌর শহরের প্রধান সড়কে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এই হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মিছিলটি দর্শনা পৌর আওয়ামীলীগের কার্যালয় থেকে বের হয়ে দর্শনা বটতলা সেখান থেকে আবার পুরাতন বাজার দোয়েল চত্বরে গিয়ে সেখানে আওয়ামীলীগ নেতারা সমাবেত হয়ে বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে বিরল আজ ওই বিএনপি নেতা-কর্মীরা প্রধান বিচারপতির বাসায় হামলা-ভাঙচুর করেছে। শুধু তাই নয়, তারা রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে, একাধিক পুলিশ বক্সে, মাইক্রো-বাসে আগুন দিয়েছে। একজন পুলিশ সদস্যকে হত্যা করেছে। সেই সাথে অসংখ্য পুলিশ ও আওয়ামীলীগের নেতা-কর্মীদের উপরেও তারা হামলা চালিয়ে আহত করেছে। এতে করেই বোঝা যায় যে তারা সাধারণ মানুষের ভালো চাই না। কোনদিন চাইনি, আর ভবিষ্যতেও চাইবে না। তাই তাদের যে নিজ স্বার্থ হাসিলের জন্য কুচক্রী মূলক ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তাই আমরা ২৯ তারিখের অবৈধভাবে ডাকা হরতাল হতে দেবো না। সকলে এক হয়ে তাদের এই অযৌক্তিক হরতালের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।’
এসময় বক্তব্য রাখেন, দর্শনা পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, সাধারণ সম্পাদক ও দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম সহ যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ।