নিজস্ব প্রতিবেদক:
বিএনপি-জামায়াতের নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরার লক্ষে ভাংবাড়ীয়া ইউনিয়নের কর্মী সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হাটবোয়ালিয়া ফুটবল মাঠ ও ভাংবাড়ীয়া বাজারের দলীয় কার্যালয়ে পৃথক পৃথক দুটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ভাংবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলুর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, খাদিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রকিবুল হাসান, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু, ভাংবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আজাদ বিশ্বাস, ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউপি সদস্য কিয়াম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, হামিদুল ইসলাম, আজিজুল হক, কামরুল হাসান, উকিল উদ্দিন, জাহাঙ্গীর আলম, বাবুল আক্তার, আবু তালেব, আশকার আলী, সিলন, হাসিবুল, মনোয়ার হোসেন, আসাদুজ্জামান খোকন, রফসেদ, নুরুল হক, আজিজুল হক ও বিপ্লব হোসেন প্রমুখ। এ প্রস্তুতিসভায় শতাধিক স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মী সভা সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় ও সবচেয়ে বেশি জনপ্রিয় একটি দল। রাজপথে আন্দোলন করেই দলটি এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। তাই চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে এবং ঐক্যবদ্ধ করতে দিলীপ কুমার আগরওয়ালা রাতদিন পরিশ্রম করছেন। তাই চুয়াডাঙ্গা-১ সংসদীয় এলাকার তৃণমূলে আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। আমরা প্রতিটি ইউনিয়নে দিলীপ কুমার আগরওয়ালার নেতৃত্বে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত করতে কাজ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় সামনে অনুষ্ঠিতব্য প্রতিটি কর্মী সভা সফল করা হবে। আর এই সভাগুলোই প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালা। আমরা দিলীপ বাবুর নেতৃত্বে আগামী নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে তৃণমূলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকবো।