দামুড়হুদা অফিস:
দামুড়হুদার হোগলডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টর ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। হোগলডাঙ্গা যুব সমাজের আয়োজনে গ্যালাক্সি একাদশ বনাম বসুন্ধরা কিংসের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে কোনদলই গোল করতে না পারায় শেষমেশ টাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হয়। টাইব্রেকারে বসুন্ধরা কিংসকে ৪-৩ গোলে হারিয়ে গ্যালাক্সি একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন বসুন্ধরা কিংসের নয়ন। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন গ্যালাক্সি একাদশের মারুফ। খেলায় রেফারী ছিলেন ইনামুল, মুন্না মল্লিক ও জুনাইদ। ধারাভাষ্য দেন সিহাব। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাজি আব্দুল কাদির। তিনি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ, রাশেদুল ইসলাম, আব্দুর রশিদ প্রমুখ।