নিজস্ব প্রতিবেদক:
৩৭ বছর পেরিয়ে ৩৮-এ পদার্পণ করলো অরিন্দম সাংস্কৃতিক সংগঠন চুয়াডাঙ্গা। ‘আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া’ শীর্ষক শ্লোগান নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ফিলিস্তিনের মুক্তিকামী মানুষদের প্রতি উৎসর্গ করা হয় এবং সকল শহীদদের স্মরণে ও অরিন্দমের প্রতিষ্ঠাকালীন ও আজীবন সদস্য কথাসাহিত্যিক রফিকুর রশীদের ছোটপুত্র ডা. শাহরিয়ার মোর্শেদ সৈকতের আকস্মিক মৃত্যুতে শোকপ্রস্তাব আনা হয় এবং ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন অরিন্দমের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী জোয়ার্দ্দার। আলোচনা করেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক ও অরিন্দমের আজীবন সদস্য কৃষিবিদ ড. হামিদুর রহমান, অরিন্দমের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর কেন্দ্রীয় সদস্য মোঃ আলাউদ্দিন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী জাহাঙ্গীর আলম মান্নান, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজির আহমেদ, উদীচী জেলা সংসদের সভাপতি জহির রায়হান, অরিন্দমের কার্যনির্বাহী সদস্য নটরাজ হারুন-অর রশীদ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদের পরিচালক মনোয়ারা খুশি।
অনুষ্ঠানে আগত অতিথি বক্তারা তাদের বক্তব্যে অরিন্দমের চলমান কার্যক্রমের ভূয়সী প্রশংসা ও ভবিষ্যতে আরও উত্তরোত্তর সফলতা কামনা করার পাশাপাশি ইসরাইল-ফিলিস্তিনের চলমান যুদ্ধ নিয়ে কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরিন্দম-চুয়াডাঙ্গার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মালিক। আলোচনা শেষে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্বে গান ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। সঞ্চালনায় ছিলেন আব্দুস সালাম সৈকত ও সুমিতা দে।