নিজস্ব প্রতিবেদক:
বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খুলনা বিভাগীয় পর্যায়ে নিজেদের প্রথম খেলায় ঝিনাইদহ জেলাকে হারিয়ে শুভ সূচনা করেছে চুয়াডাঙ্গা দল। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় খুলনা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রথম রাউন্ডের খেলায় মুখোমুখি হয় চুয়াডাঙ্গা অনূর্ধ্ব-১৭ বালিকা দল ও ঝিনাইদহ অনূর্ধ্ব ১৭ বালিকা দল। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলের ড্র হলেও ট্রাইবেকারে ২-০ গোলে ঝিনাইদহ জেলা দলকে হারিয়ে চুয়াডাঙ্গা জেলা দল জয়লাভ করে। দলের পক্ষে গোল দুটি করে রিভা ও রোমানা।
আগামীকাল ২৮ অক্টোবর সকাল ৯ টায় চুয়াডাঙ্গা জেলা দল মুখোমুখি হবে খুলনা সিটি অনূর্ধ্ব ১৭ জেলা দলের বিপক্ষে। চুয়াডাঙ্গা জেলা দলের পক্ষে খেলায় অংশগ্রহণ করে পূর্ণিমা, বৈশাখী, সাদিয়া খাতুন, রিমি সিনহা, রোমানা খাতুন, রিভা, পায়েল ,সুমাইয়া,তিথি, রিপা, সিন্থিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমি, মরিয়ম, রিমা, মুক্তা ও তুলি।
দলের কোচ হিসেবে সালাউদ্দিন বিশ্বাস ও ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন দিলরুবা খানম। চুয়াডাঙ্গা জেলা দলের সার্বিক ব্যবস্থাপনায় আছেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ। এদিকে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খুলনা বিভাগীয় পর্যায়ের খেলায় চুয়াডাঙ্গা জেলা দল ২-০ গোলে ঝিনাইদহ জেলার কাছে পরাজিত হয়েছে।