নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কৃষকের সমস্যা সমাধানে উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি বিভাগের সাথে কৃষক জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় রিসোর ‘‘চাষাবাদ” প্রকল্পের আওতায় কৃষকের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের সাথে মতবিনিময় সভা আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রিসো’র আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এবং সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি এবং উপজেলা কৃষক জোটের উপদেষ্টা খন্দকার শাহ আলম মন্টু। রিসো’র প্রকল্প সমন্বয়কারী মসিউর রহমান। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা কৃষক জোটের সভাপতি ইমদাদুল হক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রিসো’র প্রকল্প সমন্বয়কারী মসিউর রহমান। এরপর কৃষকের সমস্যা তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক আব্দুল মালেক। মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন কালিদাসপুর কৃষক জোটের সদস্য আশাদুল হক, কুমারী কৃষক জোটের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ এবং উপজেলা কৃষক জোটের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় সার, কীটনাশক, সরকারী প্রণোদনা, পানসী নদী দখলমুক্ত করণ, বজ্রপাতে কৃষকের মৃত্যুর ঝুকি কমাতে ফসলের মাঠে বজ্র নিরোধক দন্ড স্থাপনের জোর দাবী জানানো হয়। প্রধান অতিথি’র বক্তব্যে রেজওয়ানা নাহিদ বলেন ‘‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে বিধায় কৃষকের দাবির বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হবে। সরকারীভাবে সেচ মূল্য নির্ধারণ করা হয়েছে জমি ভেদে দুই থেকে সর্বোচ্চ আড়াই হাজার টাকা। কোন পাম্প মালিক এর বেশী আদায় করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিসো চাষাবাদ প্রকল্পের প্রোগ্রাম অফিসার শেখ আসমা চুমকি। সার্বিক সহযোগিতা করেন চাষাবাদ ও ফিল্ড অর্গানাইজার শরিফুল ইসলাম এবং সিরাজুল ইসলাম।