নিজস্ব প্রতিবেদক:
সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত দারিদ্র বিমোচন ও আর্থ সামাজিক উন্নয়নে ‘সুদমুক্ত ক্ষুদ্রঋণ’ কর্মসূচির উৎকর্ষ সাধন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে সদর উপজেলার সমাজসেবা কার্যালয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ, সহকারী পরিচালক আবু তালেব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গড়াইটুপি ইউপি চেয়ারম্যান রফিকুর রহমান রাজু প্রমুখ। সমিনারের শুরুতে দারিদ্র বিমোচন ও আর্থ সামাজিক উন্নয়নে ‘সুদমুক্ত ক্ষুদ্রঋণ’ কর্মসূচির উৎকর্ষ সাধনের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শন করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন।
সমাজসেবা অধিদফতর থেকে ঋণ পেয়ে উপকার পেয়েছেন তাদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের হাফিজুর রহমান, হাসনহাটি গ্রামের হাফিজুর রহমান, বড়শলুয়া গ্রামের আছিয়া খাতুন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মৌমিতা পারভীন জানান, ১৯৭৪ সালে জাতির জনক শেখ মুজিবুর রহমান প্রান্তি নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নের জন্য দেশের ১৯টি উপজেলায় চালু করেন ‘সুদমুক্ত ক্ষুদ্রঋণ’ কর্মসূচী। এই কর্মসূচির ১৯টি উপজেলার মধ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ও ছিল। তিনি আরো জানান, এ পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২ হাজার ৫শ জনের মধ্যে ২ কোটি টাকার সূদ মুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া গ্রামের আছিয়া খাতুন প্রথমে ৪০ হাজার টাকার সূদ মুক্ত ঋণ নিয়ে তিনি এখন স্বালম্বী। আছিয়া বর্তমানে সাড়ে ৩ লাখ টাকার পুজি রয়েছে। একই ভাবে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসনহাটি গ্রামের মর্জিনা খাতুন ও ছয়ঘরিয়া গ্রামের হাফিজুর রহমান সুদমুক্ত ঋণ নিয়ে তারা এখন স্বালম্বী।