নিজস্ব প্রতিবেদক:
সংযোগ সড়কের জন্য জমি অধিগ্রহণে জটিলতায় চুয়াডাঙ্গার সদর উপজেলার পীরপুর গঞ্জের হাট সড়কে মাথাভাঙ্গা নদীর ওপর ব্রিজ নির্মাণ কাজ আটকে আছে। চুয়াডাঙ্গা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পাওয়া তথ্য মতে, চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরপুর গঞ্জের হাট সড়কে ২ হাজার ৫০০ মিটার চেইনেজে ৯০ মিটার পিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজ গত ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারী থেকে শুরু হয়। এর আগে ২০২১ সালের ৩১ জানুয়ারী চুক্তিমূল্যের ৬ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার ১০ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এলজিইডি’র উপজেলা ইউনিয়ন গ্রাম সড়কে অনুর্ধ্ব ১০০ মিটার ব্রীজ নির্মাণ প্রকল্পের এ কাজটি কুষ্টিয়ার মেসার্স সৈকত এন্টারপ্রাইজ জেভিসিএ স্বত্বাধিকারী ঠিকাদার নুরুজ্জামান মিয়া পাওয়ার পর স্থানীয়ভাবে বাস্তবায়ন করছে চুয়াডাঙ্গার মেসার্স ইমি মটরর্সের স্বত্বাধিকারী ঠিকাদার ইলিয়াস হোসেন।
ব্রীজ নির্মাণ অংশে নদীর দু’পাড়ের হাটকালুগঞ্জ গাঙপাড়া ও পীরপুর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান, যেদিন ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয় সেদিন আনন্দে আত্মহারা হয়ে নদীর দু’পাড়ের জমির মালিকগণ ব্রীজের সংযোগ সড়ক করার জন্য স্বেচ্ছায় জমি দেয়ার অঙ্গিকার করেছিল। তারপর ব্রীজ নির্মাণ কাজ শেষের দিকে চলে আসায়, ঠিকাদার সংযোগ সড়ক নির্মাণের প্রক্রিয়া শুরু করলে জমির মালিকরা বাধা সৃষ্টি করে।
নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পাওয়া তথ্যে আরো জানা যায়, এ দপ্তর থেকে ২০২৩ সালের ২ জানুয়ারী জমি অধিগ্রহণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। একই বছরের ১৬ জুলাই মন্ত্রণালয় থেকে জমি অধিগ্রহণের অনুমোদন দেয়া হয় এবং ২৩ জুলাই পরিবেশ অধিদপ্তরের অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হলে সেখান থেকে অনুমোদন পাওয়া যায় ২১ আগস্ট। তারপর জমি অধিগ্রহণের জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মতিতে তার দপ্তরে ২০ আগস্ট প্রস্তাব পাঠানো হয়, যা জেলা ভূমি অধিগ্রহণ শাখায় প্রক্রিয়াধীন রয়েছে।
চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘এই ব্রীজটি নির্মাণের জন্য হাটকালুগঞ্জ এলাকায় ০.৩৪১৮ একর ও পীরপুর এলাকায় ০.৩০৬৪ একর জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় রয়েছে। অধিগ্রহণ প্রক্রিয়ার কাজ শেষ হলে ব্রীজটির সংযোগ সড়ক ও বাকী নির্মাণ কাজ শেষ হবে। তারপর ব্রীজটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।