নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নে দিলীপ কুমার আগরওয়ালার কর্মীসভা উপলক্ষে প্রস্তুতি সভা ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে চিৎলা ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের উদ্যোগে কয়রাডাঙ্গা গ্রামে এ প্রস্তুতিসভা ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও ভাংবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদিমপুর ইউনিয়ের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম মন্ডল, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু, ও গাংনী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রকিবুল হাসান। এছাড়া প্রস্তুতিমূলক সভায় চিৎলা ইউনিয়নের আওয়ামী লীগের নেতা রবিউল হক মন্টু , আব্দুল হাই, হোসেন আলী, চিৎলা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, মজিবর রহমান, চিৎলা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুর রশিদ মেম, যুগ্ম সাধারন সম্পাদক নাসির শেখ, আবুল মেম্বার ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ইমরান শাহ্, যুবলীগনেতা আকরামুল হক, নাসির উদ্দীন, হায়দার আলী, জিনারুল ইসলাম, আব্দুল খালেক, আফার উদ্দিন, আব্দুল খালেক, মিলন হোসেন, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, মকলেছুর রহমান, রশিদুল ইসলাম, আব্দুল আলিম, স্বপন আলী, আলাই হোসেন, রায়হান হোসেন, লিটন আলী, সাহাবুল হক প্রমুখ। সভায় চিৎলা ইউনিয়নের খেলার মানোন্নয়নের লক্ষে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন চিৎলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইনতাদুল হক।