নিজস্ব প্রতিবেদক:
‘মুজিব- একটি জাতির রূপকার’ দেখতে র্যালী সহকারে নান্টুরাজ সিনেমা হলে হাজির হয়েছিলেন চুয়াডাঙ্গা পৌর পরিষদ। গতকাল সোমবার দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনের নেতৃত্বে র্যালী সহকারে চুয়াডাঙ্গা পৌরসভার সকল কর্মকর্তা কাউন্সিলর ও কর্মচারীগণ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা নান্টুরাজ সিনেমাহলে উপস্থিত হন। সেখানে বিকেল ৩টার সিনেমাটিক শো’তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব- একটি জাতির রূপকার’ দেখেন চুয়াডাঙ্গা পৌর পরিষদ। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ৩ ঘন্টার চলচ্চিত্রে ১৯৪৭ দেশভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৬ ছয় দফা, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০’র সাধারণ নির্বাচন, ১৯৭১ এর চূড়ান্ত বিজয়ের ও ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পৃথিবীর জঘন্যতম নারকীয় নির্মম হত্যাকাণ্ডের দৃশ্যপট স্থান পেয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক সিনেমাটি দেখতে এসে চুয়াডাঙ্গা পৌর পরিষদের দর্শকরা নিস্তব্ধ নীরবতায় আবেগে আপ্লুত হয়ে পড়েন। পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক সিনেমা শেষ করে বলেন, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধু জীবনী নির্ভর সিনেমা তথা মুজিব একটি জাতির রূপকার বায়োপিক সিনেমাটি সকলের দেখা উচিত। সিনেমাটি দেখতে চুয়াডাঙ্গা পৌরসভার সকল কাউন্সিলর পৌর কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।