নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, সরকার খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। সরকারের কাছে এখন জনগণ থেকে ক্ষমতা বড়। আজকের সভা থেকে শহীদ জিয়ার সৈনিকরা শপথ করছি একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমাদের দলীয় কার্যক্রম দলকে সুসংগঠিত করা। দলকে গতিশীল করার কাজ কিন্তু থেমে নেই। আমাদের নেতা তারেক রহমান নিরলসভাবে দিনরাত কাজ করে যাচ্ছেন। নানারকম বাধা বিপত্তি সত্ত্বেও সাধারণ মানুষের অংগ্রহণেই আমাদের সকল কর্মসূচী সফল হয়ে চলেছে।’
জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজাহান কবির, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির নেতা হাবিবুর রহমান বুলেট, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন তোহা, মহিলা দলের যুগ্ম সম্পাদক সালমা জাহান পারুল। এছাড়া আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান পল্টু, দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী, জীবনরগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, জেলা কৃষক দলের সদস্য সচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক এম্এ্ তালহা, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎসজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, সদস্য সচিব হাকিম মুন্সি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা ওলামা দলের সদস্য সচিব মওলানা আনোয়ার হোসেন।