নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের দুটি ও আলমডাঙ্গার দুটিসহ মোট চারটি ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে দিলীপ কুমার আগরওয়ালার নির্দেশনায় কর্মী সভা সফল করার লক্ষে পৃথক পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ও পদ্মবিলা ইউনিয়নের কর্মী সভা সফল করার লক্ষ্যে ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠে গতকাল বৃহস্পতিবার বিকেলে পদ্মবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ইউনিয়ন কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আফিল উদ্দিন মেম্বার, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলো মিয়া, শংকরচন্দ্র ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম, পদ্মবিলা ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি আশাবুল হক, ভান্ডারদহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, ডিঙ্গেদহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শশাঙ্ক মন্ডল, শংকরচন্দ্র ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সালাম শেখ ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সজল প্রমুখ। প্রস্তুতিসভায় শতাধিক স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মী সভা সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত গৃহীত হয়। অপরদিকে, আলমডাঙ্গা উপজেলার চিৎলা ও জামজামি ইউনিয়নে কর্মী সভা সফল ও সার্থক করার লক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে চিৎলা ইউনিয়নের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইনতাদুল হক। এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান। বিকেল ৫টায় ভালাইপুর মোড়ে অনুষ্ঠিত এ সভায় আওয়ামী লীগ নেতা রবিউল হক মন্টু, আব্দুল হাই, হোসেন আলী, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, মজিবর রহমান, চিৎলা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুর রশিদ মেম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির শেখ, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ইমরান শাহ্, যুবলীগনেতা মিলন হোসেন, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, মকলেছুর রহমান, রশিদুল ইসলাম, আব্দুল আলিম, স্বপন আলী, আলাই হোসেন, রায়হান হোসেন, লিটন আলী, সাহাবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা ও সাংগঠনিক সাইদুর রহমান। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এর সকল অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, জামজামী ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্মী সভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জামজামি বাজারে জামজামি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এসএম আশরাফুল করিম রিপন শাহের সভাপতিত্বে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। প্রস্ততিসভায় আরও উপস্থিত ছিলেন জামজামি ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলি, সাধারণ সম্পাদক রানা মন্ডল, ২নং ওয়ার্ড কমিটির সভাপতি কাসেম আলী ও সাধারণ সম্পাদক রইছ উদ্দিন মোল্লা, ৩নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইজাল উদ্দিন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, ৪নং ওয়ার্ড সভাপতি হামেদ মন্ডল, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মতিউর রহমান, ৬নং ওয়ার্ড সভাপতি হায়দার আলী, ৭নং ওয়ার্ড সভাপতি কুরবান আলী, ৮নং ওয়ার্ড সভাপতি মুক্তার আলী, ৯নং ওয়ার্ড সভাপতি লালটু রহমান, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান প্রমুখ। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চারটি প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় ও সবচেয়ে বেশি জনপ্রিয় একটি দল। রাজপথে আন্দোলন করেই দলটি এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। তাই চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে এবং ঐক্যবদ্ধ করতে দিলীপ কুমার আগরওয়ালা রাতদিন পরিশ্রম করছেন। তাই চুয়াডাঙ্গা-১ সংসদীয় এলাকার তৃণমূলে আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। আমরা প্রতিটি ইউনিয়নে দিলীপ কুমার আগরওয়ালার নেতৃত্বে কর্মী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত করতে কর্মী করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় সামনে অনুষ্ঠিতব্য প্রতিটি কর্মী সভা সফল করা হবে। আর এই সভাগুলোই প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালা। আমরা দিলীপ বাবুর নেতৃত্বে আগামী নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে তৃণমূলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকবো।