নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শহরের দুর্গাপূজা মন্ডপগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ও পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। গতকাল বৃহস্পতিবার এসব মন্ডপের সার্বিক খোঁজখবর নিতে সশরীরে পরিদর্শন করেন তারা। পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মন্ডপের নিরাপত্তা নিয়ে বিভিন্ন বিষয়ে নির্দেশনা আলোকপাত করেন।
এসময় পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এই উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার প্রতিটি পূজামন্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ কোথাও হট্টোগল দেখলে পুলিশের সাহায্যে নিতে পারবে। থাকবে সিসি ক্যামেরার সংযোগ। যেকোন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ সক্রিয় আছে।’
পরে জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা পূজা উদযাপন কমিটির উদ্দেশ্যে বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে শারদীয় দুর্গা উৎসব পালন করা হবে। সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে উৎসবের মিলন ঘটবে। ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানে সবাই আনন্দ ভাগাভাগি করবেন বলে প্রত্যাশা রাখি।’
এসময় আরও উপস্থিত ছিলেন এনএসআই’র উপ পরিচালক সোহাইল ইয়াসিন, জেলা পুলিশের বিশেষ শাখার ইনচার্জ ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খান, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান প্রমুখ।