নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীদের সুবিধার্থে ১৫টি ট্রলি উপহার দিয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস। গত বুধবার সকালে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এ এস এম ফাতেহ আকরামের হাতে এ ট্রলিগুলো তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম ভূঁইয়াসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
ট্রলি বিতরণকালে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস বলেন, ‘রোগীদের সুবিধার জন্য আমি চেষ্টা করি। হাসপাতালে ট্রলি খুবই দরকারি। এক জায়গা থেকে আরেক জায়গায় অসুস্থ রোগী নিয়ে যাবার জন্যও এটির দরকার হয়। হাসপাতাল কর্তৃপক্ষকে এগুলো দেখভাল করতে হবে। আমরা চাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যাতে কোনো রোগীর কোনো প্রকার ভোগান্তি না হয়।’
আসাদুল হক বিশ্বাস আরও বলেন, মানুষ মানুষের দিকে তাকাতে হবে। সকলের সহযোগীতায় এগিয়ে আসতে হবে। সকলের সহযোগীতার জন্য সদর হাসপাতালকে আমাদের সব সময় ভালো রাখতে হবে। ভালো সেবা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস প্রায় ১৩ বছর ধরে সদর হাসপাতালের প্রয়োজন মোতাবেক রোগীবাহী ট্রলি দিয়ে সহযোগিতা করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবছরও তিনি ১৫টি ট্রলি ব্যক্তিগতভাবে উপহার দিলেন। গত বছর ২৬ সেপ্টেম্বরও তিনি ১৫টি ট্রলি উপহার দিয়েছিলেন।