নিজস্ব প্রতিবেদক:
ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির আয়োজনে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা শহরতলীর ঘোড়ামার ব্রিজ এলাকার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের নিজস্ব ক্যাম্পাসে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শুধু উচ্চশিক্ষা লাভ করলেই হবে না। উচ্চ শিক্ষার পাশাপাশি শরীর ও মন ঠিক রাখতে হলে নিয়মিত খেলাধুলা করা প্রয়োজন। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক মানসিক-বিকাশে সাধনে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন খুবই প্রয়োজন ছিল। যেটি আজ সফলভাবে শুরু হলো। তবে শুধু খেলার জন্য খেললে হবে না। নিয়মিত খেলতে হবে তাহলে এ বিশ্ববিদ্যালয় থেকেও ভালো মানের ফুটবল খেলোয়াড় বেরিয়ে আসবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম মোফাজ্জল হোসেন, ট্রেজারার প্রফেসর ড. আজিবুর রহমান, পরিচালক অর্থ আব্দুল মজিদ বিশ্বাস, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দ্দার শান্ত, সিএসই’র বিভাগীয় প্রধান নুরুন্নাহার, ব্যবসায়ী প্রশাসনের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মুস্তাফিজুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক উম্মে তোহ্ফা, ট্রিপল-ই’র বিভাগীয় প্রধান আরিফুর রহমান, পাবলিক হেলথের বিভাগীয় প্রধান সাজিন ইসলাম, কৃষি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক অধ্যাপক ড. নাহিদ পারভেজ, সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সামসুন নাহার, ইউনিভার্সিটির প্রশাসনিক কর্মকর্তা মফিজুল হক, সহকারী রেজিস্টার মশিউর রহমান, সহকারি লাইব্রেরীয়ান নিলুফা ইয়াসমিন, সহকারী পরিচালক (অর্থ) সঞ্জিত কুমার, জ্যেষ্ঠ সাংবাদিক রাজীব হাসান কচি, বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা ডিএফএ’র সভাপতি এখলাছ উদ্দীন সুজন, সাবেক কৃতি ফুটবলার ও ডিএফএ’র সহ-সভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, সারোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরিব রুহানি মাসুমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগ দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিভাগগুলো হলো- আইন বিভাগ, ট্রিপল ই, কৃষি বিভাগ, ইংরেজি বিভাগ সমাজবিজ্ঞান বিভাগ, হিসাব বিজ্ঞান বিভাগ, সিএসই বিভাগ ও পাবলিক হেলথ বিভাগ।
গতকাল উদ্বোধনী ম্যাচে আইন বিভাগ ও ট্রিপল ই বিভাগ মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে দু দল এক এক গোলের ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। ট্রিপল বিভাগের পক্ষে গোল করেন ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পারভেজ ও আইন বিভাগের পক্ষে গোল করেন আল-আমিন। খেলা শেষে ম্যাচের শ্রেষ্ঠ খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। গতকালের ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন ট্রিপল ‘ই’ বিভাগের ৭ নং জার্সি পরিহিত খেলোয়াড় পারভেজ।
উদ্বোধনী ম্যাচে আইন বিভাগের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন আবির, জাহিদ, জিহাদ, পাপ্পু, আল আমিন, ইরফান, সম্রাট ,লিমন, নোমান, তানজিল, আশিক সাকিব, রকি ও মিঠুন। ট্রিপল “ই” বিভাগের হয়ে খেলায় অংশগ্রহণ করেন বিশাল, আব্দুর রহমান, নিশান, সৌরভ, মাহফুজ, মিলন, পারভেজ, জুয়েল, সাইদুর, সাদ্দাম, মহব্বত, নাইস, উৎস, মাসুম , হেলাল ও আফ্রিদি। আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা ও ধারাভাষ্য প্রদান করেন ইসলাম রকিব।