নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার আলোচনাসভা ও কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় বা পরে হত্যাকারীরা কোন অনুকম্পা দেখায়নি। বরং এসব হত্যাকাণ্ডের সহযোগীদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে, মদদ জুগিয়েছে। সেজন্য তাদের কোনো ক্ষমা নেই- শেখ রাসেল দিবসে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। শেখ রাসেলসহ জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের মূলহোতা জিয়াউর রহমান। তারই স্ত্রী খালেদা জিয়ার হাতে ন্যস্ত প্রশাসনের সহযোগিতায় ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মীকে হত্যা করা হয়; যার মূল টার্গেট ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান আল্লাহর রহমতে ভাগ্যের সহায়তায় তিনি বেঁচে যান। বারবার শেখ পরিবারের ওপরই আঘাত আসে। ওরা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চাই। তাদের ষড়যন্ত্র কোনদিন সফল হবে না।
উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও অ্যাড. শামসুজ্জোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সকল ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তহিদুর রহমান চন্দন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি নাবিলা রুকসানা ছন্দা, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, শেখ সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক সহ-সভাপতি সাহাবুল হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, রাজু আহমেদ, মোমিন, রোকন, রানা, মুন্না সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আসাদুল হক বিশ্বাসের উদ্যোগ:
চুয়াডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের সর্বকনিষ্ঠ পুত্র ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাসের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিবসটি উপলক্ষে কলেজ রোডস্থ দলীয় কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস। এরপর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক ও আইলহাঁস ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, সহ-সভাপতি সেলিম মল্লিক, সদর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মজিবুল হক, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক রাকিব আহম্মেদ জনি প্রমুখ। আলোচনা সভা শেষে শেখ রাসেলসহ মৃত্যুবরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস।
জেলা যুবলীগের আয়োজন:
জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের নেতৃত্বে সকাল সাড়ে ৯টায় জেলা আওয়ামী যুবলীগের দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পৌছে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করা হয়। পরে বিকাল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা জেলা যুবলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া-মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সামসুদ্দোহা মল্লিক হাসুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপু, আবুবক্কর সিদ্দিক আরিফ, আলমগীর আজম খোকা,এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শেখ শাহী, হাসানুল ইসলাম পলেন, জুয়েল জোয়ার্দ্দার, ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছানিউল শেখ সুইট, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শেখ রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালিদ মন্ডল, দিপু বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রানা, সাধারণ সম্পাদক খানজাহান, ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলিম, সাংগঠনিক সম্পাদক জুয়েল, ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুর জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বিপ্লব হোসেন।
জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজন:
শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কেদারগঞ্জ দলীয় কার্যালয়ে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সাবেক জেলা সদস্য আতিউর রহমান বিপ্লব, আব্দুর রাজ্জাক, সদর উপজেলা সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, পৌর সভাপতি আব্দুল হালিম ভুলনসহ ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।