নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গার বিভিন্ন মন্দিরে উপহার প্রদান করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ১নং সিনিয়র সহ-সভাপতি ও সাবেক নারী সংসদ সদস্য শিরীন নাঈম পুনম। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের বেশ কয়েকটি মন্তির পরিদর্শন করেন তিনি। এ সময় মন্দির কমিটির কাছে নিজস্ব তহবিল থেকে তিনি আর্থিক উপহার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সি আলাউদ্দীন আহমেদ, মহিলালীগ নেত্রী ইয়াসমিন হোসেন সাগর, মাহাদী, আদর, বড়বাজার দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক কিংকর কুমার দে, দপ্তর সম্পাদক শ্যামল কুমার নাথ, পুরোহিত প্রহল্লাদ চক্রবর্তী, চুয়াডাঙ্গা পূজা রর্কাস ও শ্রী শ্রী সত্য সনাতন বারোয়ারী দূর্গা মন্দির কমিটির সদস্যবৃন্দ।
উপহার বিতরণকালে সনাতন ধর্মালম্বীদের সাথে মতিবিনিময় করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ১নং সিনিয়র সহসভাপতি ও সাবেক নারী সংসদ সদস্য শিরীন নাঈম পুনম। মতবিনিময়কালে তিনি বলেন, ‘বাংলাদেশের সনাতন ধর্মের সব চেয়ে বড় পূজা হলো শারদীয় দুর্গা পূজা। ধর্ম যার যার-উৎসব সবার, এই কথা শুধু কথায় না মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রতিটি মানুষ মনে প্রাণে বিশ্বাস করেন। আপনাদের আয়োজন আরও সুন্দর হোক, দারুণ এই প্রত্যাশা করি। আমি চুয়াডাঙ্গার সন্তান। আপনাদের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তা বাস্তাবায়ন করতে দেশ উন্নত হবে। আর সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে আমাদের সকলকে দেশের প্রতি আত্মনিয়োগ করতে হবে। দেশপ্রেম মনে রাখতে হবে। দেশের জন্য কাজ করতে হবে।’
এ সময় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ১নং সিনিয়র সহসভাপতি ও সাবেক নারী সংসদ সদস্য শিরীন নাঈম পুনম আরও বলেন, ‘সরকার দূর্গা পূজাকে সামনে রেখে সর্বোচ্চ অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী কে মাঠে থাকতে নির্দেশ দিয়েছেন। নিরাপত্তার দায়িত্বে থাকা মানুষেরা দিনরাত পরিশ্রম করেন। তাদের দিকেও খেয়াল রাখবেন। আপনারা যারা মন্দির কমিটিগুলোতে আছেন, আপনারাও সচেতন থাকবেন।’