নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা (অনূর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ, পিপিএম, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, সহকারি কমিশনার শেখ মোহাম্মদ রাসেল, আব্দুর রহমান ও চুয়াডাঙ্গা ডিএফ এর সভাপতি এখলাছ উদ্দিন সুজন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও ৪ উপজেলার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে টুর্নামেন্টের লোগো খচিত বেলুন উড্ডয়ন, শ্বেতকবুতর অবমুক্তকরণ করা হয়। উদ্বোধনী দু-দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় শেষে আমন্ত্রিত অতিথিরা খেলা উপভোগ করার জন্য মঞ্চে আসন গ্রহণ করেন। এরপর শুরু হয় উদ্বোধনী ম্যাচ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব ১৭ (বালিকা) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় স্বাগতিক চুয়াডাঙ্গা সদর উপজেলা ও জীবননগর উপজেলা দল। খেলায় চুয়াডাঙ্গা সদর উপজেলা দল ৪-০ গোলে জীবননগর উপজেলা দলকে পরাজিত করে শুভ সূচনা করে। চুয়াডাঙ্গা সদর উপজেলা দলের পক্ষে ২টি করে গোল করেন বিথী ও চানমতি। উদ্বোধনী ম্যাচে নৈপুণ্য দেখিয়ে জয়লাভ করায় সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে বিকেলের ম্যাচে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগের খেলায় জীবননগর উপজেলা দল ১-০ গোলে চুয়াডাঙ্গা সদর উপজেলাকে পরাজিত করে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্রীতি ফুটবলার মাহমুদুল হক লিটন, ডিএফ এর সহ-সভাপতি সাবেক কৃতি ফুটবলার রেজাউল হক জোরদার রেজা, কোষাধক্ষ্য নাসির আহাদ জোয়ার্দ্দার, সাবেক ফুটবলার শহিদুল কদর জোয়ার্দ্দার,নির্বাহী সদস্য শফিকুল ইসলাম মালেক, শেখ রাসেল সহ জেলা ক্রীড়া সংস্থা জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও ডি এফ এর নির্বাহী সদস্যগণ।
আজ একই মাঠে সকাল ৯ টায় আলমডাঙ্গা উপজেলা বালিকা দল ও চুয়াডাঙ্গা পৌরসভা বালিকা দল মুখোমুখি হবে। বিকেল ৩টায় ও ভাই টিমের বালক দল মুখোমুখি হবে ।