দামুড়হুদা অফিস:
দামুড়হুদায় ছিনতাই যাওয়া ইজিবাইক ও ইজিবাইকের ১০টি ব্যাটারীসহ আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি টিম কুষ্টিয়া সদর উপজেলার পুড়াপাড়া এলাকা থাকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- কুষ্টিয়া সদর উপজেলার বল্লভপুর মাঠপাড়ার জালাল উদ্দীনের ছেলে লালচাঁদ (২৫), বড় আলচারার আসান আলী’র ছেলে আসমত আলী (৩৫), কুষ্টিয়া মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের মৃত ইমারত শেখের ছেলে সাগর শেখ (২৪), একই উপজেলার দক্ষিন কাঠদহ গ্রামের বর্তমানে চিথলিয়া’র নজির উদ্দীন ঠান্ডুর ছেলে আশরাফুল আলম রিওন (২৫) এবং কুষ্টিয়া সদরের আড়ুয়াপাড়ার মৃত শিব নারায়ণ সরকারের ছেলে গোবিন্দ সরকার (৬১)।
পুলিশ সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন এর দিকনির্দেশনায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবীর এর নেতৃত্বে থানার এসআই সমীর চন্দ্র দাস ও এসআই ওবাইদুর রহমান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে কুষ্টিয়া সদর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে কুষ্টিয়া জেলার সদর উপজেলার পুড়াপাড়া এলাকা থেকে ছিনতাই যাওয়া ১টি ইজিবাইকসহ চোরাই আরও ১টি ইজিবাইক এবং ১০টি ইজিবাইকের ব্যাটারী উদ্ধার করে। এসময় আন্ত:জেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। ছিনতাইকৃত ইজিবাইক, চোরাই ইজিবাইক ও ১০টি ইজিবাইক চালিত ব্যাটারির আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর বলেন, ছিনতাই যাওয়া ইজিবাইক উদ্ধারের জন্য তথ্য প্রযুক্তির সাহায্যে অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত ইজিবাইক সহ আরও একটি চোরাই ইজিবাইক এবং ১০ টি ব্যাটারি উদ্ধার সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আজ বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।