জীবননগর অফিস:
‘১৯৭৫ সালের পর দীর্ঘ ২১ বছর বহু সরকার ক্ষমতায় ছিল। জিয়াউর রহমান সরকার ক্ষমতায় ছিল, বিচারপতি সাত্তার ক্ষমতায় ছিল, এরশাদ ক্ষমতায় ছিল,খালেদা জিয়া ৯১ সালে ক্ষমতায় ছিল, ২০০১ জামায়াত-বিএনপিরও ক্ষমতায় ছিল। তারা জনগণের জন্য কোনো ভাতার ব্যবস্থা করেনি। দেশের জনগণ বাংলাদেশের সরকারের কাছে কিছু পেতে পারে কেউ ভাবেনি। কোনো সরকারও ভাবেনি। এটা ভেবেছেন শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পদ্ম সেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল করেছে। আজ মুক্তিযোদ্ধা, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ও মাতৃত্বকালীনসহ বিভিন্ন ভাতা দেওয়া হচ্ছে। প্রতিটি স্কুল-কলেজের বিল্ডিং করা হয়েছে। শতভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। প্রায় প্রতিটি রাস্তা পাকা করা হয়েছে। প্রতিটি উপজেলায় মডেল মসজিদসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ করা হয়েছে। এসব উন্নয়ন ফখরুলদের চোখে পড়ে না।’
গতকাল সোমবার দুপুরে উপজেলার সীমান্ত ইউনিয়নে সরকারি সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়কালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর এসব কথা বলেন।
এমপি টগর আরও বলেন, জাতির পিতা দেশ স্বাধীনের পর যে নীতিমালা আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছিল, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই একই নীতিমালা আদর্শ মেনে দেশ পরিচালনা করেছেন। এ জন্য বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ হয়েছে। বিশ্বের কাছে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আমরা বিশ্বাস, যদি জাতির পিতা আর বিশ বছর বেচে থাকতেন, তাহলে এই বাংলাদেশটা বহু আগেই মালেশিয়া হতে যেত। বহু আগেই সিঙ্গাপুর হয়ে যেত। এই মালয়েশিয়াকে মাহাথির মাহমুদ ২০ থেকে ২২ বছরে গড়ে তুলেছে। আর সিঙ্গাপুরকে গড়ে তুলেছে একজন মাত্র ব্যক্তি লি কুয়ান ইউ। এই সিঙ্গাপুর ছিল জেলে রাষ্ট্র। মালয়েশিয়াও মাছ ধরে খেত। তাই সবার প্রতি অনুরোধ আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে এই উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখব।
এর আগে এমপি টগর আগত সুবিধাভোগীদের কথা শোনেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর মেয়র রফিকুল ইসলাম, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মালেক মোল্লা,সাধারণ সম্পাদক হাজী সিরাজ উদ্দিন শুকুর, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা। এর আগে স্বাগত বক্তব্যে সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন। তিনি জানান, সীমান্ত ইউনিয়নে বর্তমানে চার হাজার ৩ জন সরকারের বিভিন্ন ভাতা পায়। এছাড়াও উপজেলা ও সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।