আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত একরামুল হোসাইন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজনীন সুলতানা কণা। এছাড়াও আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, মিনাজ উদ্দিন বিশ্বাস, আশিকুজ্জামান ওল্টু, আলহাজ আশাদুল হক মিকা, মোকলেছুর রহমান শিলন, সোহানুর রহমান, তাফসীর আহমেদ মল্লিক লাল, ইমদাদুল হক মুন্সি, মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, কৃষি অফিসার রেহানা পারভীন, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুব আলম, সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আরিফুদ্দৌলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, পল্লি সঞ্চয় উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক শেফালী বেগম, ওসিসির প্রোগ্রাম অফিসার হিরোজ কবীর ও উপসহকারি মেডিকেল অফিসার ডা. মনজুুরুল ইসলাম প্রমুখ।