নিজস্ব প্রতিবেদক:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার প্রতিটি পূজামণ্ডপে নগদ অর্থ অনুদান ও উপহার দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালা। এসময় তিনি উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে অগ্রিম শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রথমে চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল চত্বরে দলীয় কার্যালয়ে ও পরে সন্ধ্যায় আলমডাঙ্গা শহরের টকিজ সিনেমা হলে দলীয় অস্থায়ী কার্যালয়ে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন দিলীপ কুমার আগরওয়ালা। এ সময় দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। আমরা প্রতিবছরই মিলেমিশ এ উৎসব উদযাপন করি। আমরা সকলে এই দেশের সন্তান। এই চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার সন্তান। এই মাটিতে আমাদের জন্ম। আমরা সব সময় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের সাথে মিলেমিশে চলার চেষ্টা করি। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে আমরা একই স্রষ্টার সৃষ্টি। আমাদের পরিচয় আমরা মানুষ। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আমরা সবসময়ই চলার চেষ্টা করি। দুর্গা উৎসব যাতে উৎসবমুখর পরিবেশের শেষ হয় সে লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।’
দিলীপ কুমার বলেন, কারো ধর্মকে কখনো আমরা যেন ছোট করে না দেখি। আমরা সবাই এই এলাকায় আপন ভাইয়ের মতো মিলেমিশে বসবাস করবো এবং একে অন্যানের ধর্মের প্রতি সম্মান দিবো। একে অপরের বিপদে-আপদে ছুটে যাবো এবং পাশে থাকবো। তিনি আরও বলেন, পূজা চলাকালীন পূজা উদযাপন কমিটির প্রতিটি সদস্য তার এলাকায় সর্তক থাকতে হবে। যাতে নির্বিঘ্নে শারদীয় উৎসব সম্পন্ন হয়। আর যদি কোনো ষড়যন্ত্রের গন্ধ আপনারা পান আমাকে জানাবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। বিএনপি-জামায়াত দুর্গা উৎসবের সুন্দর পরিবেশ নষ্ট করতে নানা পায়তারা করবে। আমরা তাদের ষড়যন্ত্র সফল হতে দেব না। প্রতিটি মণ্ডপের স্বেচ্ছাসেবকরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলেমিশে এ দুর্গা উৎসব সুন্দরভাবে পালন করবে, আমি সেই আশা ব্যক্ত করছি। শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে চুয়াডাঙ্গা সদর উপজেলার ২২টি পূজা মন্ডপের এবং আলমডাঙ্গা উপজেলার ৩৯টি মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা ব্রাহ্মণ সংসদের সভাপতি শ্রী দেবেন্দ্রনাথ দোবে বাবুলাল ও চুয়াডাঙ্গা জেলার শাখার সহসভাপতি পবিত্র কুমার আগরওয়ালার পরিচালনায় এ সভাগুলোই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি সুরেশ কুমার আগরওয়ালা, সাবেক ছাত্রলীগ নেতা কাজী রবিউল হক, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম দিপু, বাদল মজুমদার , আলমডাঙ্গা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের চুয়াডাঙ্গা শাখার সদস্য কমল কুমার বিশ্বাস,রঞ্জন কুমার শাহা,সঞ্জয় কুমার,সুরেশ কুমার শাহা,ষষ্ঠী চরন কর্মকার। উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর থেকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্ভীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। যা দশমী অর্থাৎ দুর্গাকে বিসর্জনের মধ্যদিয়ে আগামী ২৪ অক্টোবর শেষ হবে।