নিজস্ব প্রতিবেদক:
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন, চুয়াডাঙ্গা বিআরটিএর সহকারি পরিচালক (ইঞ্জি) আইনুল হুদা ও ট্রাফিক ইন্সপেক্টর হাসান মল্লিক।
সভায় সড়ক দুর্ঘটনা রোধ করার লক্ষ্যে করনীয় নিয়ে আলোচনা করেন অতিথিরা। কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেন। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন অতিথিরা।
সভায় বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) এর সহকারি পরিচালক (ইঞ্জি) আইনুল হুদা বলেন, গাড়ির কাগজপত্র এবং মোটরসাইকেলের ক্ষেত্রে কাগজপত্র ও হেলমেট ছাড়া সড়কে গাড়ি চালানো যাবে না। সড়ক চলাচলের ক্ষেত্রে যেসব বিধিনিষেধ আছে সেগুলো মেনে চলতে হবে। সংকেত সম্পর্কে জানতে হবে এবং সেগুলো মানতে হবে। সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে। পয়ে হেটে চললেও সতর্কতার সাথে রাস্তা পার হতে হবে।
পরে দুপুরে চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় গ্রামের দৌলাতদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক এক সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামিম হোসেন, এএসএম সাজেদুল হক, আব্দুস সামাদ, উজ্জল হোসেন ও নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সম্পাদক শামিম আহমেদ বিপ্লব।