আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার মোড়ভাঙ্গাায় গরুর গোয়ালের সঙ্গেই অস্বাস্থ্যকরভাবে বেকারির পণ্য তৈরি, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, মেয়াদোত্তীর্ণ আটা ময়দায় বেকারি পণ্য তৈরিসহ বিভিন্ন অপরাধে বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৭ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল রবিবার দুপুর ২ টার দিকে সেতু ফুড নামক ওই বেকারিতে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ।
জানা গেছে, উপজেলার মোড়ভাঙ্গা বাজারে বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে মেসার্স সেতু ফুড নামক একটি প্রতিষ্ঠান দিয়ে বাজারে পাউরুটি, কেক, বিস্কিট, ক্রিমরোলসহ বেশ কয়েক প্রকার খাদ্য দ্রব্য (ফাস্ট ফুড) তৈরি করে বাজারে বিক্রয় করে। মেসার্স সেতু ফুড বেশ কিছুদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে এসকল ফার্স্ট ফুড প্রস্তুত করে বাজারজাত করছিলেন। কর্মচারীদের টয়লেটে হাত ধোয়ার সাবান কিংবা হ্যান্ডওয়াস না থাকা, নোংরা হাতে কাজ ও স্বাস্থ্যবিধি না মানা, মেয়াদ উত্তীর্ণ আটা ময়দায় বেকারি পণ্য তৈরি, নোংরা মেঝেতে তৈরি করা পণ্য ছড়িয়ে ছিটিয়ে রাখা, যথাযথভাবে মেয়াদ মুল্য ইত্যাদি না দেয়ার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক বাচ্চু মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানার পরিবেশ উন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ৭দিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। মেয়াদ উত্তীর্ণ আটা ময়দা ও অস্বাস্থ্যকর জিনিসগুলো নষ্ট করে দেয়া হয়।
চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, অন্যান্য সব ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার ব্যাপারে সতর্ক করা হয় এবং সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।