জীবননগর অফিস:
হতাশাগ্রস্ত হয়ে জীবননগরে জনি শেখ (২৪) নামের এক যুবক বিষপানে করে আত্নহত্যা করেছেন। গতকাল রোববার দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত জনি শেখ পৌরসভার লক্ষীপুর গ্রামের বাসিন্দা। সে জীবননগর বাজারে ইসলামী ব্যাংক মার্কেটে স্টুডিও ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা জানান, জনি’র প্রথম স্ত্রী একটি মেয়ে সন্তান জন্ম দেন। সন্তান জন্মদানের সময় তিনি মারা যান। তারপরে দ্বিতীয় বিবাহ করলে তার দ্বিতীয় স্ত্রী’র সাথে ঠিকমত বনিবনা হয় না। মাঝে মাঝে ঝগড়াঝাটি হতো। ঠিকমতো সংসার না হওয়াতে ৪/৫ মাস আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। সেখানে মীমাংসা করতে প্রায় ২লাখ টাকা যায়। এছাড়া ভৈরব নদী খননের সময় তার বসত বাড়িটি নদীর সীমানায় পড়ে যাওয়ায় সেটাও ভাঙ্গা পড়ে। সেখানেও সে ৭/৮ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়। তার পরে ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। মানুষিক অশান্তি এবং আর্থিক ভাবে ভেঙে পড়ে হতাশাগ্রস্ত হয়ে পথে পথে ঘুরতে শুরু করেন। গত ৪ দিন আগে মহানগর সিনেমা হলে সামনে একটা কীটনাশক দোকানে হঠাৎ করেই একটা ঘাস পোড়া বিষের বোতলের মুটকি খুলে পান শুরু করেন। এসময় দোকানী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রথমিক চিকিৎসা শেষ যশোর সদর হাসপাতালে পাঠান। সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। স্থানীয়রা আরও জানান, সন্ধ্যার একটু আগে নিহতের লাশ বাসায় পৌছায়। এশার নামাজের পর কেন্দ্রীয় কবর স্থানে জানাযার পরে দাফন সম্পূর্ণ হয়েছে। জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেন বলেন, এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারে কোন অভিযোগ না থাকায় লাশ দাফন অনুমতি দেওয়া হয়েছে।