দামুড়হুদা অফিস:
দামুড়হুদায় সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সাথে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর সচেতনতামূলক ও মতবিনিময় সভা করেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা নতিপোতা ইউনিয়নের সকল ভাতাভোগীদের নিয়ে এই সচেতনতামূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার নতিপোতা ইউনিয়ন সংলগ্ন পাইলট স্কুলের মাঠে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকতার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এসময় সংসদ সদস্য হাজী আলী আজগর টগর বর্তমান সরকারের সকল উন্নয়ন কার্যক্রম অবহিত করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধিতে এগিয়ে যাচ্ছেন দেশের সকল জনগোষ্ঠিকে সাথে নিয়ে। অনগ্রসর সকল জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়েছ এবং তা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী অসহায় মানুষের কথা চিন্তা করে দেশে সকল প্রতিবন্ধি, বিধবা, বয়স্ক ও শিশু ভাতাসহ অসংখ্য ভাতা প্রদান করেছে। সরকার ডিজিটালইজ পদ্ধতিতে আজকে সকল ভাতাভোগীদের অর্থ নিজ নিজ মোবাইলে পেয়ে আসছেন।’ বর্তমান সরকারের এমন উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি সকলের নিকট মাননীয় প্রধানমন্ত্রী’র জন্য দোয়া কামনা করেন। এর আগে তিনি ভাতাভোগীদের নিকট থেকে সরকারের উন্নয়ন চিত্র মনোযোগ সহকারে শুনেন।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের নেতা গোলাম ফারুক, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, নতিপোতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে জাহান, সকল ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মতবিনিময় সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের আয়োজক নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী।