নিজস্ব প্রতিবেদক:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মীসভা অব্যাহত রেখেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল রোববার সকালে আলমডাঙ্গা পৌর এলাকায় গণসংযোগ শেষে উপজেলা মঞ্চে উন্নয়ন ও শান্তি সমাবেশ করেন। উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ^াস বলেন, দেশ যখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে চলেছে, বিশ্বের বুকে আত্ম-মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে, গুজব ছড়াচ্ছে। তাই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের প্রতিহত করতে, সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজপথে আছে, রাজপথে থাকবে।
আসাদুল হক বিশ^াস উপস্থিত নেতাকর্মীদের কাছে এমপি প্রার্থী হতে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সামনে তুলে ধরেন এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নৌকার পক্ষে একত্র হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। একইসঙ্গে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সবাইকে দেখার আহ্বান জানান, যাতে সবাই বঙ্গবন্ধুর জীবনাদর্শ সম্পর্কে জানতে পারেন এবং নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ হতে পারে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। আপামর মানুষের কল্যানে গ্রামীন অবকাঠামো উন্নয়নে ব্যাপক প্রকল্পসহ একাধিক মেগাপ্রকল্প বাস্তবায়ন করেছে বর্তমান সরকার। তাই শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আবারও আওয়ামী লীগকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার উদাত্ত আহবান জানান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মুক্তার, জেলা কৃষক লীগের দফতর সম্পাদক রাকিব আহম্মেদ জনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক, আব্দুল আলিম, পাপেল মিয়া, পৌর কৃষক লীগের যুগ্মআহ্বায়ক তারিক আজিজ নয়ন, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য কামাল হোসেন, প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ মিয়া, খোদাবক্স মণ্ডল, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার সেলিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল রানা, আলুকদিয়া ইউনিয়ন শ্রমিক লীগ নেতা আকরাম হোসেন, শফিকুল ইসলাম শফি, কালিদাসপুর ইউনিয়ন যুব লীগের যুগ্মআহ্বায়ক মনিরুজ্জামান মনির, আলমডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ড যুব লীগ নেতা মোস্তাফিজুর রহমান ফন্টু, চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসম্পাদক খন্দকার ওবাইদুল হক, সোহেল এহসান, আলমডাঙ্গা উপজেলা পল্লী বিদ্যুত সমিতির সভাপতি আব্দুস সালাম গোলাপ, বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলু মিয়া, আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকরামুল হক ইকাম, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব টাক্টর, সাধারণ সম্পাদক আহনুজ্জামান ঝন্টু, সিনিয়র সহসভাপতি আরব আলী, শাহাদৎ হোসেন মেম্বার, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তর, আবুল কালাম আজাদ, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক রশিদ মিয়া, জেহালা ইউনিয়ন আওয়াসী লীগের সদস্য মোবাশে^র হোসেন চৌধুরী লিটন, মোমিনপুর ইউপি মেম্বার আরিফুল ইসলাম, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিচুজ্জমান আনিচ, জেহালা ইউনিয়ন যুব লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ শরিফ মিম, নাগদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ^াস, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মেম্বার প্রমুখ।