নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস বলেছেন, আগামী তিন মাস পর জাতীয় নির্বাচন। প্রস্তুতি নিতে হবে। নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনতে হবে। দলের মধ্যে ঐক্য নষ্ট করা যাবে না। দলকে ঐক্য রাখার জন্য টাকা কেটে আট আনা করা যাবে না। দলের মধ্যে কারো বিরুদ্ধে বলা যাবে না। দলের ঐক্য থাকলে সকল অপশক্তি মোকাবেলা করা সম্ভব। এদেশের উন্নয়ন অব্যহত রাখতে হলে, এই সরকারের বিকল্প নেই। গতকাল শুক্রবার বিকেল ৪টায় আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে ঐতিহ্যবাহী আলমডাঙ্গা পশুহাট চত্বরে আওয়ামীলীগের কর্মীসভায় এসব কথা বলেন তিনি। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র অপ-তৎপরতার বিরুদ্ধে জনগণকে সজাগ রাখতে গণসংযোগ ও কর্মীসভা অব্যহত রেখেছেন তিনি। এ কর্মীসভায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস আরও বলেন, উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল স্বপ্ন পূরণ করছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের সকল শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে। বাংলাদেশের উন্নয়নের একমাত্র ভরসাস্থল দেশরত্ন শেখ হাসিনা।
আসাদুল বিশ^াস আরও বলেন, আমি সারাজীবন আওয়ামী লীগের সাথে যুক্ত। আপনাদের ভোটেই তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আপনাদের দোয়া সমর্থন পেলে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি চুয়াডাঙ্গা-১ আসনে প্রার্থী। আমি আপনাদের সন্তান। আপনাদের সেবক হয়ে সেবা করতে চাই। আমি কাজের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই। কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা শ্রমীকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মুক্তার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য আব্দুল আলিম, সদর পৌর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক তারিক আজিজ নয়ন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জুয়েল রানা। হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব ট্রাক্টরের সভাপতিত্বে ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য পাপেল মিয়ার পরিচালনায় কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন, হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসানুজ্জামান ঝণ্টু, সহসভাপতি শাহাদৎ হোসেন, আরব আলি, সাংগঠনিক সম্পাতক আক্তারুজ্জামান আক্তার, জেহালা ইউনিয়ন আওয়ামীলীগের মোবাশ্বের চৌধুরী, জেলা পরিষদের সাবেক সদস্য খলিলুর রহমান, জেহালা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক আহম্মেদ শরিফ মিম, বারাদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবলু মিয়া, সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম, আলম মিয়া, সাধারণ সম্পাদক ইকরামুল হক ইকাম, মনিরুল ইসলাম, কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনির উদ্দীন, আলমডাঙ্গা উপজেলা পল্লি বিদ্যুত সমিতির সভাপতি আব্দুস সোবহান গোলাপ, শ্রমীকলীগ নেতা তারেক রহমান, প্রবীণ আওয়ামীলীগ নেতা সেরেগুল মিয়া, আব্বাস উদ্দীন, আলতাব হোসেন, শফি উদ্দীর মল্লিক, কুমারী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বাবলু খা, রঞ্জু মিয়া, নাগদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল লতিফ, চড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা রেজাউল মন্ডল, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের ৪নং ওয়ার্ড সভাপতি রিজিক বিশ্বাস, জেহেলা ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ফজলুল হক, খাসকররা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিচ মাস্টার, জামজামি ইউনিয়ন যুবলীগ সভাপতি নাসির চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল হোসেন, সাবেক জামজামি ইউপি সদস্য এরশাদ হোসেন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন, নাগদহ ইউনিয়ন কৃষকলীগের ২নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, আলমডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমান, ডাউকি ইউনিয়ন ছাত্রলীহ নেতা কাউছার আহম্মেদ প্রমুখ।