নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকার ৬নং ওয়ার্ডের হাজরাহাটি গ্রামে মরহুম চাঁদ মোহম্মদ জোয়ার্দ্দার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার সময় হাজরাহাটি ফুটবল মাঠে মরহুম চাঁদ মোহম্মদ জোয়ার্দ্দার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে হাজী হাফিজুর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ০৬নং ওয়ার্ডের সভাপতি শাহাজামাল মুন্সি, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরজ আলী শেখ, সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান মানু, মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী বিশ্বজিৎ শাহা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন তুষার, সুমন, সাগর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধভাবে খেলাধুলায় অংশ নিয়ে সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে। এ জন্য সকল শিক্ষার্থীকে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা প্রয়োজন। যুবকদের খেলাধুলায় বেশি মনোনিবেশ করাতে হবে। কেবল মাত্র খেলাধুলা পারে মাদকমুক্ত সমাজ গড়তে। এ খেলা থেকে যুবসমাজের অবক্ষয় রোধ হবে, যুবসমাজ সুন্দর জীবন ও গতি ফিরে পাবে।’