নিজস্ব প্রতিবেদক:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মীসভা ও গণসংযোগ অব্যহত রেখেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল বৃহস্পতিবার সকালে আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে গণসংযোগ ও কর্মীসভা করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ^াস বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন একটি বাস্তবতা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই আওয়ামীলীগের লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। দেশ সেই দিক থেকে এগিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, আজ গ্রামের কৃষকরাও ফোনের মাধ্যমে কৃষি বিষয়ক সেবা নিতে পারছেন। ডিজিটাল সেবা সেন্টার থেকে তারা দ্রুতই সেবা পাচ্ছেন। এরমধ্য দিয়ে সবক্ষেত্রেই আমরা এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশের জন্য প্রশিক্ষিত জনবল গড়তে সরকার ন্যানো টেকনোলজি বিষয়ক গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন, ইনকিউবিশন সেন্টার নির্মাণসহ নানা উদ্যোগ নিয়েছে। দেশের এই উন্নয়ন দেখে বিএনপি-জামাতের হিংসা হয়। তারা দেশের উন্নয়ন চাইনা। তাই, বার বার ষড়যন্ত্র শুরু করে। আওয়ামীলীগের নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র প্রতিহত করবো। আসাদুল হক বিশ্বাস আরও বলেন, আমি সারাজিবন আওয়ামী লীগের সাথে যুক্ত। আপনাদের ভোটেই তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আপনাদের দোয়া সমর্থন পেলে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিলে আগামী দ্বাদশ জাতয়ি সংসদ নির্বাচনে আমি চুয়াডাঙ্গা-১ আসনে প্রার্থী। আমি আপনাদের সন্তান। আপনাদের সেবক হয়ে সেবা করতে চাই। আমি কাজের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই। গাংনী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবুল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক লীগের যুগ্মসম্পাদক গোলাম সরোয়ার মুক্তার, জেলা কৃষক লীগের দফতর সম্পাদক রাকিব হাসান জনি, জেলা স্বেচ্ছাসবক লীগের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক, আব্দুল আলিম, পাপেল মিয়া, পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক তারিক আজিজ নয়ন, বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকরামুল হক ইকাম, সিনিয়র সহসভাপতি সাবেক মেম্বার আশরাফুল হোসেন, সদর থানা কৃষক লীগের সদস্য কামাল হোসেন, আওয়ামী লীগের প্রবীন নেতা আব্দুর রশিদ মোল্লা, খোদাবক্স মন্ডল, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগরে সভাপতি শাহিন বিশ^াস, কালিদাসপুর ইউনিয়ন যুব লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, আলুকদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল রানা, শ্রমিক লীগ নেতা আকরাম হোসেন, আকালে হোসেন, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহির উদ্দীন, লেবু মিয়া, কৃষক লীগ নেতা রিজিক বিশ^াস, সাবেক সেনা কর্মকর্তা খন্দকার সেলিম হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজালুল রহমান, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জামশেদ আলী, ফারুক হোসেন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা ইব্রাহীম খল্লিলুøাহ বাধন, ফাহিম মিয়া, সজল হোসেন, তন্ময়, সাহেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন গাংনী ইউনিয়ন ছাত্রলীগ নেতা সবুজ হোসেন।