নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নে গ্রামে গ্রামে দিলীপ কুমার আগরওয়ালার নির্দেশনায় গণসংযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও এর অংগসংগঠনের নেতৃবৃন্দ। গণসংযোগকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে শেখ হাসিনা সরকারের সাফল্য ও উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেন। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে বিকেল থেকে রাত পর্যন্ত এ গণসংযোগ চলে। এসময় কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন টাইগারের নেতৃত্বে ইউনিয়নের গ্রামে গ্রামে গণসংযোগ, উন্নয়নের লিফলেট বিতরণও করেন নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বলেন, ‘দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গার কৃতী সন্তান। এছাড়া এ জেলার উন্নয়নে তার মতো করে কেউ ভাবেন না। চুয়াডাঙ্গা-আলমডাংগাকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে ও উন্নয়নের স্বার্থে তাই সবাইকে নৌকায় ভোট দিতে হবে এবং দিলীপ কুমার আগরওয়ালাকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত করতে হবে।’ নেতৃবৃন্দ আরও বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করলে তবেই স্মার্ট চুয়াডাঙ্গা দ্রুত গড়ে উঠবে। আর স্মার্ট চুয়াডাঙ্গা গড়তে দিলীপ কুমারকেই দরকার। কারণ তিনি স্মার্ট ও ক্লিন ইমেজের নেতা।’
গণসংযোগে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু তাহের বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর কবির শিপলু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবলীগের দফতর সম্পাদক জহুরুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সভাপতি খাইরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মগরব হোসেন, জাহিদ, কবির প্রমুখ। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।